গ্যালাক্সি এস৬ দিয়ে নতুনভাবে শুরু করবে স্যামসাং?

স্যামসাংয়ের বিরুদ্ধে  প্রচলিত সমালোচনাগুলোর মধ্যে একটি হচ্ছে এই যে, স্যামসাং অ্যাপলকে নকল করেছে। এ সম্পর্কে কোরিয়ান কোম্পানিটি তাদের হতাশা ব্যক্ত করেছে। গত বছর মুক্তিপ্রাপ্ত গ্যালাক্সি এস৫ এন্ড্রয়েড স্মার্টফোন কোম্পানিটির একটি প্রত্যাশার স্থান ছিল যা গ্যালাক্সি এস৪ থেকে অনেক উন্নত।

কোম্পানিটি বলছে এবছরও গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ফোনে তারা অনেক মৌলিক পরিবর্তন এনেছে যার প্রতিফলন দেখা যাবে গ্যালক্সি এস ৬ এ। নতুন গ্যলাক্সি এর পরিবর্তনের মধ্যে মেটাল বডি, কার্ভড স্ক্রিন (এক অথবা উভয় দিকে বাঁকানো মনিটর) এবং কোয়ালকম এর স্ন্যাপড্রাগন প্রসেসরের কথা শোনা যাচ্ছে।

এছাড়া স্যামসাং ইউনিবডি মেটাল কেস ব্যবহার করতে যাচ্ছে যা তাদের একটি বড় অর্জন হবে।

তবে এসব পরিবর্তন খুব ভাল বিষয় হবে কিনা সেটা যতটা না গুরুত্বপূর্ণ বিষয়, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা স্যামসাংয়ের এমন এক পদক্ষেপ যা তাদের পূর্বের অপবাদ ঘুচাতে সাহায্য করবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *