স্যামসাংয়ের বিরুদ্ধে প্রচলিত সমালোচনাগুলোর মধ্যে একটি হচ্ছে এই যে, স্যামসাং অ্যাপলকে নকল করেছে। এ সম্পর্কে কোরিয়ান কোম্পানিটি তাদের হতাশা ব্যক্ত করেছে। গত বছর মুক্তিপ্রাপ্ত গ্যালাক্সি এস৫ এন্ড্রয়েড স্মার্টফোন কোম্পানিটির একটি প্রত্যাশার স্থান ছিল যা গ্যালাক্সি এস৪ থেকে অনেক উন্নত।
কোম্পানিটি বলছে এবছরও গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ ফোনে তারা অনেক মৌলিক পরিবর্তন এনেছে যার প্রতিফলন দেখা যাবে গ্যালক্সি এস ৬ এ। নতুন গ্যলাক্সি এর পরিবর্তনের মধ্যে মেটাল বডি, কার্ভড স্ক্রিন (এক অথবা উভয় দিকে বাঁকানো মনিটর) এবং কোয়ালকম এর স্ন্যাপড্রাগন প্রসেসরের কথা শোনা যাচ্ছে।
এছাড়া স্যামসাং ইউনিবডি মেটাল কেস ব্যবহার করতে যাচ্ছে যা তাদের একটি বড় অর্জন হবে।
তবে এসব পরিবর্তন খুব ভাল বিষয় হবে কিনা সেটা যতটা না গুরুত্বপূর্ণ বিষয়, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, এটা স্যামসাংয়ের এমন এক পদক্ষেপ যা তাদের পূর্বের অপবাদ ঘুচাতে সাহায্য করবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।