নতুন যেসব ফিচার নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এস৫

galaxy s4 and galaxy s4সম্প্রতি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৫ ফ্ল্যাগশিপ এন্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। এটি হচ্ছে কোম্পানিটির এবছরের প্রথম হাই-প্রোফাইল হ্যান্ডসেট। এর আগে, গত বছর মার্চে স্যামসাং উন্মুক্ত করেছিল গ্যালাক্সি এস ৪;

স্যামসাং গ্যালাক্সি এস৫ এ রয়েছে ৫.১ ইঞ্চি ফুল এইচডি (১০৮০পি, ৪৩২পিপিআই) সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১৬ মেগাপিক্সেল রেয়ার (এইচডিআর ফোরকে ভিডিও রেকর্ডিং), ২.১ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ২.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ২জিবি র‍্যাম, ২৮০০ এমএএইচ ব্যাটারি, ১৬/৩২জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট (৬৪জিবি এক্সপ্যান্ডেবল), ফোরজি এলটিই, ওয়াইফাই, এন্ড্রয়েড ৪.৪ কিটক্যাট প্রভৃতি।

গ্যালাক্সি এস ফোরে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি সেকেন্ডে ১০০’র বেশি ছবি তুলতে পারে বলে দাবি করেছে এর নির্মাতা কোম্পানি। স্মার্টফোনটি ব্যবহার করে আপনি “সাউন্ড এন্ড শট” ফিচারের মাধ্যমে প্রত্যেকটি ছবি তোলার পূর্বে ৫ সেকেন্ড অডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া “ডুয়াল ক্যামেরা” সুবিধায় একই সময়ে সামনের ও পেছনের লেন্স থেকে ছবি নিয়ে সিঙ্গেল ফ্রেমে বন্দি করা সম্ভব।

Galaxy S4 Galaxy S5
Storage 16GB, 32GB, 64GB 16GB, 32GB
Display 5-inch, 1920×1080, 441 ppi 5.1-inch, 1920×1080, 432 ppi
Processor 1.9 GHz Quad-Core / 1.6 GHz Octa-Core 2.5GHz Quad-Core
Memory 2GB RAM 2GB RAM
Rear Camera 13MP 16MP
Front Camera 2MP 2.1MP
Battery 2,600 mAh 2,800 mAh
Network 4G LTE Cat 3 100/50Mbps 4G LTE Cat.4 150/50Mbps
Connectivity USB 2.0, Bluetooth 4.0, NFC USB 3.0, Bluetooth 4.0, NFC
Height 5.38 inches (136.6 mm) 5.59 inches (142.0 mm)
Width 2.75 inches (69.8 mm) 2.85 inches (72.5 mm)
Depth 0.31 inches (7.9 mm) 0.32 inches (8.1 mm)
Weight 4.59 ounces (130 g) 5.11 ounces (145 g)
Colors White/Black/Blue/Brown/Purple/Red/Pink White/Black/Blue/Gold
OS Android 4.2 (Jelly Bean) Android 4.4 (KitKat)

চলতি বছর ১১ এপ্রিল বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি এস৫; সেটটির সম্ভাব্য মূল্য কত হবে সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানায়নি স্যামসাং।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,550 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *