ফেসবুকে যেভাবে বুঝবেন যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন

এ বছর ফেব্রুয়ারিতে ১০ বছর অতিক্রম করল ফেসবুক। আপনি যদি সাইটটির শুরুর দিকের ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে খেয়াল করে দেখুন, অনেকটা পথ দূরে চলে এসেছেন।

ফেসবুক শুধু আপনার বন্ধুদের নিউজফিড স্টোরিগুলোই তুলে আনে এমনটি নয়, বরং এখানে আপনি নিজের সম্বন্ধেও গুরুত্বপূর্ণ কিছু উপলব্ধি পেতে পারেন।

ফেসবুক ‘লুক ব্যাক’ এর কথা মনে আছে নিশ্চয়ই? বিগত বছরগুলোতে আপনি যেসব পোস্ট করেছেন সেগুলোর মিনিটব্যাপী ভিডিও ক্লিপ আপনার চোখের সামনে সময়ের পদযাত্রা তুলে ধরে।

এই সবকিছুর মধ্যেই ফেসবুক আপনাকে আপনার বয়সও মনে করিয়ে দিতে সক্ষম। ফেসবুকে নিম্নোক্ত ঘটনাগুলো দেখলে মনে করবেন, আপনি এখন বৃদ্ধ হয়ে গেছেন…

১. আপনি যাদেরকে ফেসবুকে পিচ্চি অবস্থায় দেখেছেন, তারা ইদানীং দল বেঁধে ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ চেঞ্জ করে সিঙ্গেল থেকে অন্য কোনও সম্পর্কে (ইন অ্যা রিলেশনশিপ) জাড়াচ্ছে!

২. আপনার ছোট্ট কাজিন, ভাইবোন বা পরিচিত ফেসবুকারদের হ্যাশট্যাগের মানে আপনি বুঝতে পারছেন না! অর্থাৎ, জেনারেশন অনেক এগিয়ে গেছে। আজকালকার বাচ্চাদের ভাষা আপনার নিকট দুর্বোধ্য।

৩. আপনি আপনার পাসওয়ার্ড স্মরণ করতে পারছেন না!!! সুতরাং বুঝে নেন, ‘ইটস টাইম টু টেইক রেস্ট’! বয়স বাড়লে স্মৃতিশক্তি আর আগের মত কাজ করেনা। কোনও সন্দেহ?

৪. যখন আপনি আপনার পিতামাতার বয়সী কারও স্ট্যাটাসে চোখ বুজে ‘লাইক’ দেন… অর্থাৎ, ইদানীং তাঁদের সাথে আপনার মতামত মিলে যাচ্ছে।

৫. যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাডভেন্সারপূর্ণ কার্যক্রম দেখলে সেগুলো এড়াতে চাইবেন…

৬. সবকিছু কেমন যেন নতুন নতুন লাগছে… আপনার অনলাইন ফ্রেন্ডের সংখ্যা হ্রাস পেয়েছে।

৭. এখন আপনি ফেসবুকে বেশিরভাগ ইউজারের সাথেই একমত হতে পারছেন না। তাদেরকে আপনি ‘অতিরিক্ত খেয়ালী’ ভাবতে শুরু করেছেন। অর্থাৎ, আপনি ঐ উচ্ছল সময়টা অতিক্রম করে এসেছেন।

৮. আজকাল ফেসবুক হোমপেজে আপনি এমন একটি অ্যাড দেখতে পাচ্ছেন যেটি আপনার চাকুরির অবসর সঙ্ক্রান্ত পরিকল্পনা নিয়ে আসছে।

৯. ফেসবুকে আপনার পোস্টকৃত কৌতুকগুলো লোকজন খুব একটা ‘লাইক’ ‘শেয়ার’ দিচ্ছেনা। মানে, এগুলো এখন অনেক পুরোনো- কিছুটা আপনারই মত :P

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *