অল্প সময়ের মধ্যেই ইন্টারনেটের দাম কমবেঃ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

নিকট ভবিষ্যতেই ইন্টারনেট প্যাকেজের মূল্য কমিয়ে দেশবাসীকে সুখবর দিতে পারবেন বলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

জুনাইদ আহমেদ বলেন, “ইন্টারনেটের দাম কমাতে আন্তরিকভাবে কাজ করছি। সাধারণ মানুষের হাতের নাগালে ইন্টারনেট আনতে আমরা আন্তরিক”; তিনি বলেন, “আমরা প্রথম দিন থেকেই এটা নিয়ে কাজ শুরু করেছি। অতীতেও মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক হয়ে ইন্টারনেটের দাম কমিয়ে এনেছেন। আমরা এখনো খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছি।”

ইন্টারনেটের দাম কমানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, “আমরা আশা করছি, এ রকমভাবে আপনাদের (সাংবাদিক) আবারও ডাকব এবং একটা খুশির সংবাদ, একটা আনন্দের সংবাদ আমরা দেশবাসীকে অল্প সময়ের মধ্যে দিতে পারব।”

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *