যেভাবে বুঝবেন আপনার রোবটটি আপনাকেই হত্যার পরিকল্পনা করছে

রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভবিষ্যতে হয়ত অনেকেই একটি করে যান্ত্রিক সহকারী রাখতে পছন্দ করবেন। কিন্তু আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যে সবসময়ই শুধু কল্যানকর হবে এমনটি নাও হতে পারে। কে জানে, সায়েন্স ফিকশনের মতই একদিন হয়ত রোবটরাও নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইবে। এরকম অবস্থা এড়াতে চাইলে আগে থেকেই সতর্ক হওয়া দরকার।

এখানে এমন ১০টি উপসর্গ উল্লেখ করা হল যেগুলো আপনার রোবটের মধ্যে দেখা গেলে বুঝতে হবে এটি বিপজ্জনক হয়ে উঠছে। আর তখনই এটিকে চিরতরে ডিএক্টিভেট কিংবা ফিক্স করে দিতে হবে।

১. রোবটটি ধীরে ধীরে আপনার প্রাত্যাহিক কর্মসূচী নিজের আয়ত্ব করে নিচ্ছে…

২. বেশ কিছুদিন ধরেই আপনার রোবট আপনারই কথাবার্তা, কাজকর্মের দিকে আড় চোখে তাকাচ্ছে ও গভীরভাবে কিছু ভাবছে

৩. এটি বড় ধরণের কোনো মিশনের প্রস্তুতির ন্যায় নিজ থেকেই ট্রেনিং নিচ্ছে

৪. রোবটটি আপনার বাসায় অনাকাঙ্ক্ষিত সব ক্ষতিকর আচরণ করছে

৫. যন্ত্রটি আপনার প্রিয় পোষা প্রাণীগুলোর সাথে খারাপ ব্যবহার করছে

৬. রোবটটি বিপজ্জনক ভঙ্গীতে চাকু ব্যবহার অনুশীলন করছে

৭. এটি অযথাই লুকিয়ে থাকছে

৮. রোবটটি আপনার বাসার দরজা ভাঙছে

৯. যন্ত্রটি আপনাকে পদদলিত করতে পারছে

১০. রোবটটির ক্ষতিকর লেজার রশ্মি (যদি থাকে) আপনারই দিকে তাক করছে (চূড়ান্ত বিপদ সংকেত)!

ডিসক্লেইমারঃ এই পোস্টটি ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্ভাব্য কিছু পরিস্থিতির কল্পনা মাত্র। কেউ কেউ হয়ত এগুলোকে স্রেফ কল্পনা বলেই উড়িয়ে দেবেন। তবে যাই হোক, সাবধানতার বিকল্প নেই, কী বলেন?

আপনি কী মনে করেন? এরকম পরিস্থিতি বাস্তবে ঘটা সম্ভব? আপনার সাথে এমন হলে কী পদক্ষেপ নেবেন?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *