
এন্ড্রয়েড ৪.১ জেলি বিন অপারেটিং সিস্টেমে চালিত হলেও এতে হুয়াওএই’র “ইমোশন” ইউজার ইন্টারফেস সক্রিয় থাকবে। এর ৪.৭ ইঞ্চি ৭২০পি এইচডি ডিসপ্লের পিক্সেল ডেনসিটি ৩১৫ পিপিআই, যা যেকোন পরিবেশে ধারালো ছবি দেখাতে পারবে। এসেন্ড পি২’র স্ক্রিনে আরও পাবেন ৮৫ ডিগ্রি দর্শন কোণ (ভিউয়িং এঙ্গেল), ৫০০ নিট (উজ্জ্বলতা পরিমাপের একক = নিট/ “nit”) ব্রাইটনেস, আঁচড় প্রতিরোধী গরিলা গ্লাস ২ এবং কম ব্যাটারিক্ষয়ী পারফর্মেন্স। নকিয়া লুমিয়া ৯২০ স্মার্টফোনের মত গ্লোভস পরেও এর টাচস্ক্রিনে কাজ করতে পারবেন।
এসেন্ড পি২’তে আরও আছে ১.৫ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ১ জিবি র্যাম, এইচডিআর সহ ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ, ২৪২০ এমএএইচ ব্যাটারি। এতে কোন মাইক্রোএসডি কার্ড স্লট নেই।
থ্রিজি, ফোরজি সমৃদ্ধ এই স্মার্টফোনে আপনি সেকেন্ডে ১৫০ মেগাবিট ডেটা আদানপ্রদান করতে পারবেন। হুয়াওয়েই বলছে এর ডেটা স্পিড আইফোন ৫ এর চেয়ে দশগুণ বেশি।
হালকা পাতলা হুয়াওয়েই এসেন্ড পি২ এ বছরের মাঝামাঝি সময় বাজারে আসবে। এর সম্ভাব্য দাম ৫২৫ মার্কিন ডলার।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!