
নকিয়ার প্রেস কনফারেন্সে আজ মূল আকর্ষণ ছিল নতুন দুটি লুমিয়া ফোন। লুমিয়া ৭২০ এর মধ্যে সবচেয়ে এগিয়ে। অন্যটি হচ্ছে নকিয়া ৫২০।
উইন্ডোজ ফোন ৮ নির্ভর লুমিয়া ৭২০ এ রয়েছে ৪.৩ ইঞ্চি ডব্লিউভিজিএ সুপার সেনসিটিভ ডিসপ্লে, ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, ৮ গিগাবাইট স্টোরেজ এবং মাইক্রোএসডি কার্ড। এটি হবে নকিয়া ৬২০ এবং ৮২০ এর মধ্যবর্তী রেঞ্জের ডিভাইস।
মাঝারী দামের সেট হলেও এর ৬.৭ মেগাপিক্সেল ক্যামেরার অসাধারণ ছবি তোলা যাবে। লুমিয়া ৭২০ এর ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটিও এইচডি মানের ছবি তুলতে সক্ষম।
লুমিয়া ৭২০ ফোনে দ্রুত ডেটা আদানপ্রদানের জন্য আছে এনএফসি। এতে সরাসরি ওয়্যারলেস চার্জিং ফিচার না থাকলেও আপনি ইচ্ছে করলে বিশেষ ব্যাক কভার লাগিয়ে একে ওয়্যারলেস চার্জিং সমর্থিত করতে পারবেন। এই স্মার্টফোনটি মূলত তরুণদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর ইউনিবডি ডিজাইন, উজ্জ্বল রঙ এবং সুলভ মূল্য নির্ধারণ অন্তত সেটিই মনে করিয়ে দেয়।
লুমিয়া ৭২০ এই প্রান্তিকের শেষদিকে চীন এবং এশিয়ার বাজারে পাওয়া যাবে। এর সম্ভাব্য দাম ধরা হয়েছে ৩৪১ মার্কিন ডলার।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!