স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের প্রথম দিনে স্যামসাং উন্মোচন করল গ্যালাক্সি নোট ৮.০; এন্ড্রয়েড ৪.১.২ জেলি বিন ওএস চালিত এই ডিভাইসটি অ্যাপল আইপ্যাড মিনির সাথে প্রতিযোগিতা করবে বলেই ভাবছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
গ্যালাক্সি নোট ৮.০ দেখে স্যামসাং জিএস ৩ এর একটি বড় ভার্সন মনে করতে পারেন অনেকেই। ডিজাইনে তেমন বৈপ্লবিক কোন পরিবর্তন না আসলেও এর ফিচার ও স্পেসিফিকেশন আপনাকেও একটি গেজেট ব্যবহার করার জন্য আকর্ষণ করবে। চলুন এক নজরে গ্যালাক্সি নোট ৮.০ এর প্রধান ফিচারগুলো দেখে নিইঃ
> এন্ড্রয়েড ৪.১.২ জেলি বিন অপারেটিং সিস্টেম
> ১২৮০ x ৮০০ পিক্সেল রেস্যুলেশন সমৃদ্ধ ৮ ইঞ্চি ডিসপ্লে
> কোয়াড কোর ১.৬ গিগাহার্টজ স্যামসাং এক্সিনস প্রসেসর
> ২ গিগাবাইট র্যাম
> ১৬ গিগাবাইট অথবা ৩২ গিগাবাইট আভ্যন্তরীণ মেমোরি
> অধিক স্টোরেজ পেতে চাইলে গ্যালাক্সি নোট ৮.০তে আছে মাইক্রোএসডি কার্ড স্লট
> ব্লুটুথ ৪.০, জিপিএস, ডিজিটাল কম্পাস সহ রয়েছে আরও বেশ কিছু সেন্সর
> টেলিভিশন রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করার জন্য আছে ইনফ্রারেড পোর্ট
> এর পেছনের দিকে পাবেন ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনের দিকে ১.২ মেগাপিক্সেল ক্যামেরা
> ২১০.৮ x ১৩৫.৯ x ৭.৯৫ মিলিমিটার আয়তনের এই ডিভাইসটির ওজন ৩৩৮ গ্রাম
গ্যালাক্সি নোট ৮.০ এর যুক্তরাষ্ট্র ভার্সন শুধুমাত্র ওয়াইফাই সাপোর্ট করবে। আর আন্তর্জাতিক থ্রিজি মডেল ব্যবহার করে আপনি ফোন কল করতে পারবেন। এস পেন স্টাইলাসের প্রেসার সেনসিটিভ ফিচার আপনার লেখা ও আঁকা আরও উপভোগ্য করে তুলবে।
অবশ্য, হার্ডওয়্যারের দিক থেকে বিবেচনা করলে আইপ্যাড মিনির সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও এপ্লিকেশন বৈচিত্রের ব্যাপারটি হিসেবে আনলে আইপ্যাড মিনিই এগিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক হ্যান্ডস-অন প্রতিবেদকরা।
গ্যালাক্সি নোট ৮.০ কবে নাগাদ বাজারে আসবে এবং এর মূল্য কত হবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং। তবে আশা করা যায় নিকট ভবিষ্যতেই এ সঙ্ক্রান্ত ঘোষণা চলে আসবে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।