
ওয়েবফোন ফিচারটি ওয়েব আরটিসি (ওয়েব রিয়েল টাইম কমিউনিকেশন) প্রযুক্তি ব্যবহার করেছে যা কোন প্লাগিন ছাড়াই ভিডিও এবং অডিও আদানপ্রদান করতে পারে। ফায়ারফক্স ডেভলপার ভার্সনগুলোতেও সম্প্রতি ওয়েব আরটিসি প্রোটোকল সাপোর্ট যোগ হয়েছে। চূড়ান্ত নির্মাণেও হয়ত শীঘ্রই পাওয়া যাবে। গুগলের ক্রোম ব্রাউজার অবশ্য ইতোমধ্যেই এটি সমর্থন করছে।
চলতি সপ্তাহে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে টেলিকম জায়ান্ট এরিকসন ওয়েবফোনের প্রুফ-অফ-কনসেপ্ট প্রদর্শন করছে।
কিন্তু কতটা সম্ভাবনাময় হতে পারে নতুন এই সেবা? এটি কি “মোবাইল” এর সংজ্ঞা পরিবর্তন করে দেবে? আপনার কম্পিউটারের চেয়ে স্মার্টফোন (বা সাধারণ ফিচার ফোন যেটিই হোক) সেটটিই কি বেশি “মোবাইল” নয়? বেশিরভাগ সময় আপনি কম্পিউটারে কথা বলবেন নাকি মোবাইল ফোনে কথা বলবেন? এসব প্রশ্ন ওয়েবফোনের ভবিষ্যতকে আপাতদৃষ্টিতে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিলেও যারা বেশিভাগ সময় মনিটরের সামনেই কাটিয়ে দেন তাদের জন্য নতুন এই সেবা বেশ উপভোগ্য হয়ে উঠতে পারে। কেননা তখন একই স্ক্রিন থেকে কোন করা এবং অন্যান্য কাজ করার সুবিধা পাওয়া যাবে। এখন দেখা যাক গ্রাহক পর্যায়ে কেমন সাড়া ফেলতে পারে ওয়েবফোন ধারণা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য, বাজার বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া পেলে আমরা জানাব বলে আশা রাখছি। ধন্যবাদ।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।

আমাদের যেকোনো প্রশ্ন করুন!