গত ৪ ফেব্রুয়ারি শুরু হওয়া বিকাশ ফ্রাইডে অফার এখনো চলছে। এই অফারের আওতায় ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে শুক্রবারে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠালেই বিকাশে বোনাস পাওয়া যাবে। অফারটি শুরু থেকেই দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।
আমরা প্রতিনিয়ত প্রশ্ন পাচ্ছি পাঠকদের কাছ থেকে যে কীভাবে এই অফারটি গ্রহণ করা যাবে। যদিও এই অফারটি বেশ সোজাসাপ্টা, তবুও সঠিকভাবে তথ্য না জানার কারণে অনেকেই অসাধারণ এই অফারটি উপভোগ করতে পারছেন না।
আপনার যদি একটি বিকাশ একাউন্ট থাকে তাহলে এই পোস্ট থেকে জেনে নিন শুক্রবারের বিকাশ অ্যাড মানি অফার আপনি গ্রহণ করতে পারবেন কিনা। ফ্রাইডে বোনাস অফার নামের এই ক্যাম্পেইনে অংশ নিতে বিকাশ একাউন্টের পাশাপাশি আপনার একটি ব্যাংক একাউন্ট থাকার প্রয়োজন হবে। শুধু তাই নয়, ব্যাংক একাউন্টে ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু থাকতে হবে।
আপনার ব্যাংক যদি ইন্টারনেট ব্যাংকিং সেবা দেয় তাহলে দ্রুত সেবাটি আপনার একাউন্টে চালু করে নিতে পারেন এই অফারটি গ্রহণ করার জন্য। আপনার সচল বিকাশ একাউন্ট এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা চালু থাকলে এই দারুণ সুবিধাটি নিতে পারবেন।
তবে এখানে ছোট্ট একটি কথা আছে। বর্তমানে বিকাশ যেসকল ব্যাংক থেকে অ্যাড মানি সাপোর্ট করে সেই ব্যাংকগুলো থেকেই শুধুমাত্র নির্দিষ্ট দিনে নির্দিষ্ট এমাউন্ট টাকা অ্যাড মানি করলে অফারটি পাবেন। নিচে আপনার সুবিধার্থে ব্যাংকগুলোর নাম দেওয়া হলঃ
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
- সিটি ব্যাংক,
- ঢাকা ব্যাংক,
- ব্র্যাক ব্যাংক,
- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক,
- মিডল্যান্ড ব্যাংক,
- ব্যাংক এশিয়া,
- ইস্টার্ন ব্যাংক,
- যমুনা ব্যাংক,
- এনআরবি কমার্শিয়াল ব্যাংক,
- সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড,
- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
- এনসিসি ব্যাংক,
- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড,
- মধুমতি ব্যাংক লিমিটেড,
- সাউথইস্ট ব্যাংক লিমিটেড,
- ট্রাস্ট ব্যাংক লিমিটেড,
- এনআরবি ব্যাংক,
- ইউনিয়ন ব্যাংক লিমিটেড,
- পদ্মা ব্যাংক লিমিটে,
- সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড,
- সীমান্ত ব্যাংক লিমিটেড,
- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড,
- এক্সিম ব্যাংক,
- প্রাইম ব্যাংক,
- সোনালী ব্যাংক,
- অগ্রণী ব্যাংক।
উপরে উল্লিখিত কোনো ব্যাংকে যদি আপনার একাউন্ট থাকে তাহলে সেই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা ব্যবহার করে শুক্রবার ব্যাংকের ওয়েবসাইট অথবা ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে ১৫০০ টাকা পাঠাতে হবে আপনার বিকাশ একাউন্টে।
🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥
মনে রাখবেন, শুধুমাত্র শুক্রবারে ঠিক ১৫০০ টাকা ব্যাংক থেকে বিকাশে পাঠাতে হবে। কার্ড থেকে পাঠালে হবেনা। সরাসরি ব্যাংক একাউন্টের ব্যালেন্স থেকে পাঠাতে হবে। একবারে ১৫০০ টাকা পাঠাতে হবে। ভেঙে ভেঙে অথবা কম/বেশি পাঠালে হবেনা। তবে আপনার যদি আরও বেশি টাকা দরকার হয় তাহলে পরে অন্য ট্র্যাঞ্জেকশনে পাঠাতে পারেন। কিন্তু এই অফারটি নিতে চাইলে ১৫০০ টাকা সিঙ্গেল ট্র্যাঞ্জেকশনে বিকাশে অ্যাড করতে হবে।
এই অফারটি চলবে মার্চ মাসের ৪ তারিখ পর্যন্ত। অর্থাৎ, এই পোস্ট পাবলিশ হওয়ার দিন থেকে সেই সময়ের মধ্যে আপনি আরও ৩টি শুক্রবার পাচ্ছেন। সুতরাং প্রতি শুক্রবার বিকাশ সমর্থিত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সেবা থেকে ১৫০০ টাকা করে আপনার বিকাশ একাউন্টে পাঠালেই দুই কর্মদিবসের মধ্যে ১০০ টাকা করে বোনাস পাবেন। আগামী ৩ শুক্রবার এভাবে করে ৩ বার অফারটি নিতে পারবেন। তাতে সর্বমোট ৩০০ টাকা বোনাস নেয়ার সুযোগ আছে। তারিখগুলো দেখে নিনঃ
- ১৮ ফেব্রুয়ারি, ২০২২;
- ২৫ ফেব্রুয়ারি, ২০২২; এবং
- ৪ মার্চ, ২০২২ তারিখ
নিচের তথ্যগুলো ভালোভাবে পড়ে নিন
১। বিকাশ অ্যাপ ও API এর মাধ্যমে ব্যাংক-টু-বিকাশ অ্যাড মানি’র ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে।
২। ব্যাংকের iBanking বা ইন্টারনেট ব্যাঙ্কিং ফিচার ব্যবহার করতে হবে। ব্যাংকের সাইট অথবা ব্যাংকের অ্যাপ থেকে টাকা বিকাশে পাঠাতে হবে। সোনালি ও অগ্রণী ব্যাংকের গ্রাহকরা বিকাশ অ্যাপের লিংক একাউন্ট ফিচার ব্যবহার করতে পারেন। আপনার ব্যাংক বিকাশে অ্যাড মানি সাপোর্ট করে কিনা তা জানার জন্য ব্যাংকে যোগাযোগ করুন। অথবা বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
৩। প্রতি শুক্রবার ১৫০০ টাকা পাঠাতে হবে আপনার ব্যাংক থেকে বিকাশে।
৪। অফারটি শুধুমাত্র শুক্রবারে, একদিনে এক বার পাওয়া যাবে।
৫। অফারটির মাধ্যমে একবারে ১০০ টাকা বোনাস পাওয়া যাবে। অফার চলাকালীন প্রতি শুক্রবার একবার অফারটি নিতে পারবেন।
৬। দুই কর্মদিবসের মধ্যে বোনাস চলে আসবে। অর্থাৎ শুক্রবার উপরে উল্লিখিত শর্তানুযায়ী অ্যাড মানি করার পর ২ কার্যদিবসের মধ্যে বোনাস আপনার বিকাশ একাউন্টে চলে আসবে।
অফারটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন অথবা এই লিংক ক্লিক করে বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করার উপায় জানতে পারেন। এছাড়া অফারটির ব্যাপারে বিকাশের ওয়েবসাইটে দেওয়া বিস্তারিত তথ্যও পড়তে পারেন এখানে ক্লিক করে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।
Vip