ইনস্টাগ্রাম একাউন্টের নিরাপত্তার জন্য করণীয়

ইন্সটাগ্রাম একাউন্টে থাকা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা সকল ব্যবহারকারীর দায়িত্ব। ফোন নাম্বার ও ইমেইল এড্রেস এর মত বিভিন্ন ব্যক্তিগত তথ্য যুক্ত থাকে ইন্সটাগ্রামে যা উপেক্ষা করা উচিত নয়। আপনার ইনস্টাগ্রাম একাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার ফলোয়ারদের মাঝে ক্ষতিকর লিংক বা কনটেন্ট শেয়ার করতে পারে সাইবার অপরাধীরা। তাই ইন্সটাগ্রাম একাউন্ট রক্ষায় করণীয়সমূহ সম্পর্কে জানা একান্ত দরকার। চলুন জেনে নিই কীভাবে আপনার ইনস্টাগ্রাম একাউন্ট সুরক্ষিত রাখবেন।

লগিন এক্টিভিটি চেকআপ

আপনার যদি সন্দেহ হয় ইতিমধ্যে আপনার একাউন্ট কমপ্রোমাইজড হয়ে গিয়েছে, তাহলে লগিন একটিভিটি চেক করার মাধ্যমে একাউন্ট অ্যাকসেস এর তথ্য জানতে পারবেন। লগিন একটিভিটি চেক করতেঃ

  • ইন্সটাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ট্যাবে প্রবেশ করুন
  • সাইডবার মেন্যু থেকে ইন্সটাগ্রাম সেটিংসে প্রবেশ করুন
  • Security অপশন সিলেক্ট করুন, এরপর Login Activitiy সিলেক্ট করুন
  • Instagram Login Activity অপশনে ট্যাপ করুন

এখন যেসব ডিভাইস থেকে আপনার ইন্সটাগ্রাম একাউন্ট ব্যবহার করা হয়েছে, সকল ডিভাইসের তালিকা ও লোকেশন দেখতে পাবেন।

তালিকার মধ্যে যেসব ডিভাইস আপনার পরিচিত নয় সেসব ডিভাইসের পাশে থাকা থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করে Log out অপশন সিলেক্ট করলে উক্ত ডিভাইস থেকে আপনার একাউন্ট রিমুভ হয়ে যাবে। এরপর ইন্সটাগ্রাম এর পাসওয়ার্ড রিসেট করা উত্তম।  

সিকিউরিটি চেকআপ

ইন্সটাগ্রাম সিকিউরিটি চেকআপ

সিকিউরিটি চেকআপ নামে ইন্সটাগ্রাম একটি টুল অফার করছে যা ব্যবহার করে একাউন্ট কতোটা নিরাপদ ও কিভাবে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যায় তা জানা যায়। সিকিউরিটি চেকআপ ব্যবহার করতেঃ

  • ইন্সটাগ্রাম অ্যপে প্রবেশ করে ডানদিকের বোটম কর্নারে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন
  • ডানদিকের টপ কর্নারে থাকা মেন্যুবারে ট্যাপ করুন ও এরপর Settings অপশনে ট্যাপ করুন
  • Security সিলেক্ট করুন ও এরপর Security Checkup সিলেক্ট করুন

এই সেকশনে পাসওয়ার্ড, ফোন নাম্বার, টু ফ্যাক্টর অথেনটিকেশন সংক্রান্ত ফিচার একস্থানে পেয়ে যাবেন। প্রদর্শিত অপশনসমূহে ট্যাপ করে উক্ত সেটিংস কতটুকু কার্যকর তা জানা যাবে।

টু ফ্যাক্টর অথেনটিকেশন

যেকোনো অনলাইন একাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাড়তি নিরাপত্তা প্রদান করে। কেউ যদি আপনার ইন্সটাগ্রাম একাউন্টের পাসওয়ার্ড পেয়েও যায়, তবুও টু ফ্যাক্টর অথেনটিকেশন এ আসা ওটিপি কোড ছাড়া লগিন করতে পারবেনা।৷ ইন্সটাগ্রাম একাউন্টের জন্য টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করতেঃ

  • ইন্সটাগ্রামের অ্যাপের সেটিংসে প্রবেশ করুন
  • Security অপশনে ট্যাপ করুন
  • Two-factor Authentication অপশনে ট্যাপ করুন ও Get Started অপশনে ট্যাপ করুন

এরপর অথেনটিকেশন অ্যাপ বা টেক্সট মেসেজকে ব্যবহার করা যাবে অথেনটিকেশন মেথড হিসেবে।

👉 ইনস্টাগ্রাম একাউন্ট খোলার নিয়ম ও ব্যবহার করার নিয়ম

থার্ড-পার্টি অ্যাকসেস রিভোক

ইন্সটাগ্রামে বাড়তি সুবিধা ভোগ করতে থার্ড পার্টি অ্যাপ বা সার্ভিসকে অ্যাকসেস দেওয়া যায়। তবে এসব অ্যাপ বা সেবা যাতে কাল হয়ে না দাঁড়ায় তা নিশ্চিত করতে অপ্রয়োজনীয় অ্যাপ ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে রিমুভ করে দেওয়া ভালো। অ্যাপের অ্যাকসেস রিভোক বা বাতিল করতেঃ

  • ইন্সটাগ্রাম অ্যাপ থেকে প্রোফাইল ট্যাপের মাধ্যমে সেটিংসে প্রবেশ করুন
  • প্রথমে Security ও এরপর Apps and websites অপশন সিলেক্ট করুন

এবার যেসব অ্যাপের ইন্সটাগ্রাম একাউন্টের ডাটা অ্যাকসেস এর পারমিশন আছে, সেগুলোর তালিকা দেখতে পাবেন। এখান থেকে যেসব অ্যাপ বা সার্ভিস ব্যবহার করেন না, সেগুলোর অপশন থেকে অ্যাকসেস Revoke করে দিন। উল্লেখ্য যে Expired আব Revoked লিস্ট নিয়ে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই তালিকায় অ্যাকসেস রিমুভ হয়ে থাকা অ্যাপসমূহ দেখায়।

👉 ফেসবুক হ্যাক এড়াতে এর মাধ্যমগুলো সম্পর্কে সজাগ থাকুন

ইন্সটাগ্রাম ইমেইল

যখনই কেউ আপনার ইন্সটাগ্রাম একাউন্ট অ্যাকসেস বা কোনো একাউন্ট সেটিংস পরিবর্তনের চেষ্টা করবে, তখনই আপনার ইনবক্সে ইমেইল পাবেন। এই সহজ বিষয়টি অনেকের জানা না থাকার কারণে গুরুত্বপূর্ণ ইমেইল চেক করতে ভুলে যান। তাই একাউন্টের নিরাপত্তা সম্পর্কে আপডেটেড থাকতে ইমেইল ইনবক্সে আসা ইন্সটাগ্রামের ইমেইলসমূহ নিয়মিত চেক করুন।

ব্লক / রিপোর্ট 

ইন্সটাগ্রামে প্রচুর সন্দেহজনক একাউন্ট রয়েছে যেগুলো ক্ষতিকর লিংক ছড়িয়ে দেয়। বিশেষ করে বিভিন্ন সেলিব্রিটি  বা বড় প্রতিষ্ঠানের নামে প্রতারণা করে একাউন্ট বা অর্থ হাতিয়ে নেয় এসব একাউন্ট। এই ধরণের কোনো একাউন্ট দেখলে সাথে সাথে তা রিপোর্ট করুন ও ব্লক করে দিন।

শুধুমাত্র ব্লক করা থেকে রিপোর্ট ও করা উত্তম। আপনি যদি রিপোর্ট করেন তবে ইন্সটাগ্রাম কর্তৃপক্ষ উক্ত একাউন্ট নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। কোনো একাউন্ট ব্লক বা রিপোর্ট করতে উক্ত একাউন্টে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করে Block / Report সিলেক্ট করুন।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

আলাদা ইমেইল ব্যবহার

ইন্সটাগ্রাম একাউন্টে বাড়তি নিরাপত্তা যোগ করতে চাইলে আপনার ইন্সটাগ্রাম একাউন্টে ব্যবহৃত ইমেইল আলাদা রাখতে পারেন। এতে কেউ আপনার প্রাইমারি ইমেইল এড্রেস জেনে গেলেও আপনার একাউন্ট অ্যাকসেস এর চেষ্টায় ব্যর্থ হবে। এর ফলে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া একাউন্ট কম্প্রোমাইজড হয়ে গেলেও ইন্সটাগ্রাম একাউন্ট সুরক্ষিত থাকবে। আলাদা ইমেইল ব্যবহার করতে জিমেইল, আউটলুক বা ইয়াহু ব্যবহার করে নতুন ইমেইল এড্রেস খুলতে পারেন।

👉 ইমেইল আইডি খোলার নিয়ম

ফোন নাম্বার রিমুভ

ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ফোন নাম্বার রিমুভ করে দিলে কেউ আপনার ফোন  নাম্বার ব্যবহার করে আপনার একাউন্ট খুঁজে পাবেনা। ইন্সটাগ্রাম একাউন্ট থেকে ফোন নাম্বার রিমুভ করতেঃ

  • ইন্সটাগ্রাম অ্যাপে প্রবেশ করে প্রোফাইল ট্যাবে প্রবেশ করুন
  • এরপর মেন্যুবার থেকে Settings এ ট্যাপ করুন
  • এরপর Personal Information অপশন সিলেক্ট করুন
  • ফোন নাম্বার ডিলিট করতে প্রদর্শিত ফোন নাম্বারে ট্যাপ করুন

উল্লেখ্য যে আপনার ইন্সটাগ্রাম একাউন্ট হতে ফোন নাম্বার রিমুভ করে ফেললে উক্ত ফোন নাম্বার ইন্সটাগ্রাম একাউন্টে লগিনের সময় টু-ফ্যাক্টর অথেনটিকেশনে ব্যবহার করা যাবেনা। তাই টু ফ্যাক্টর অথেনটিকেশন যদি ব্যবহার করতে চান, তাহলে ফোন নাম্বার রিমুভ না করাই শ্রেয়। তবে ফোন নাম্বার রিমুভ করে কোনো অথেনটিকেটর অ্যাপও ব্যবহার করতে পারেন টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য।

প্রাইভেট অ্যাকাউন্ট

instagram private account

আপনার ইন্সটাগ্রাম একাউন্টে করা পোস্ট বা স্টোরি সবাই যাতে দেখতে না পায়, তার জন্য ইন্সটাগ্রাম একাউন্ট প্রাইভেট রাখতে পারেন। ইন্সটাগ্রাম একাউন্ট প্রাইভেট করলে ফলোয়াররা ছাড়া কেউ পোস্ট বা স্টোরি দেখতে পাবেনা। আবার কেউ ফলো দিলে সেক্ষেত্রে তা রিকুয়েস্ট হিসেবে আসবে। রিকুয়েস্ট একসেপ্ট করার পরেই উক্ত ব্যক্তি আপনার ফলোয়ার হবেন এবং পোস্ট বা স্টোরি দেখতে পাবেন। ইন্সটাগ্রাম একাউন্ট প্রাইভেট করতেঃ

  • ইন্সটাগ্রাম সেটিংসে প্রবেশ করুন
  • Privacy অপশন সিলেক্ট করুন
  • এরপর Private account এর পাশে থাকা টোগল অন করে দিন

এভাবে খুব সহজে ইন্সটাগ্রাম একাউন্ট পাবলিক থেকে প্রাইভেট করা যাবে।

👉 ইনস্টাগ্রাম থেকে আয় করার উপায় সম্পর্কে জানুন

ট্যাগ ম্যানেজমেন্ট

ইন্সটাগ্রাম একাউন্টে নিজস্বতা ও নিরাপত্তা যোগ করতে অন্যরা ফটো বা ভিডিওতে ট্যাগ করতে পারবে কিনা সেই সেটিংস ঠিক করা একান্ত জরুরি, এক্ষেত্রে ট্যাগ করা পোস্ট প্রোফাইলে প্রদর্শনের আগে রিভিউ করতে হবে, এমন সেটিংস করে রাখা যায়। ইন্সটাগ্রামের ট্যাগ ম্যানেজমেন্ট ফিচার ঠিক করতেঃ

  • ইন্সটাগ্রাম অ্যাপ থেকে সেটিংসে প্রবেশ করুন
  • প্রথমে Privacy ও এরপর Posts অপশন সিলেক্ট করুন
  • Tagged Posts সেকশনে থাকা Manually Approve Tags অপশন সিলেক্ট করুন
  • ট্যাগ কন্ট্রোলস চালু করতে টোগল অন করে দিন

এরপর যখনই কেউ ট্যাগ করবে তা চাইলে প্রোফাইলে প্রদর্শন করার না বা না করার সিদ্ধান্ত নিতে পারেন। তবে ইন্সটাগ্রাম একাউন্ট হ্যাকিং থেকে নিরাপদ রাখতে সবচেয়ে সেরা উপায় হলো যে ডিভাইসে ইন্সটাগ্রাম একাউন্ট লগিন আছে তা নিরাপদ রাখা। এছাড়াও ইন্সটাগ্রাম একাউন্টে আসা কোনো লিংকে সরাসরি ক্লিক করা উচিত নয়। উক্ত লিংক কপি করে ব্রাউজারে নিয়ে ইনকগনিটো মোডে ভিজিট করাই উত্তম।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *