নকিয়া ৯ পিওরভিউ উন্মোচিতঃ ৫ ক্যামেরায় চমৎকার ফটোগ্রাফি

নকিয়া ৯ পিওরভিউ

প্রায় মাস ছয়েক ধরে গুঞ্জন চলতে থাকা নকিয়া ৯ অবশেষে আলোর মুখ দেখল। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এইচএমডি নকিয়া ৯ পিওরভিও স্মার্টফোন লঞ্চ করেছে। আপনি হয়ত আগেই লিক হওয়া ছবিতে দেখেছেন, নকিয়া ৯ ফোনের মূল ক্যামেরা সেটাপে থাকছে ৫টি লেন্স। হ্যাঁ। একটি, দুইটি, তিনটি কিংবা স্যামসাং গ্যালাক্সি এস১০ ৫জির মত ৪টিও নয়- একেবারে পাঁচ পাঁচটি ক্যামেরা থাকছে নকিয়া ৯ ফোনের মূল ক্যামেরা সেটাপে।

নির্মাতা এইচএমডি’র দাবী অনুযায়ী, এই পাঁচটি লেন্সের কল্যাণে নকিয়া ৯ ফোনের ক্যামেরা ১ হাজারের বেশি লেভেলে ডেপ্‌থ সেন্সিটিভিটি উপহার দেবে

নকিয়া ফোনের বিখ্যাত পিওরভিউ ফটোগ্রাফি প্রযুক্তি ও ৫টি ক্যামেরার সমন্বয়ের কারণে আপনি নকিয়া ৯ দিয়ে ছবি তুলে পরেও ফোকাস অ্যাডজাস্ট করতে পারবেন। মজার বিষয় হচ্ছে, এত্তগুলো ক্যামেরা থাকার পরেও নকিয়া ৯ এর পেছনে কোনো ক্যামেরা বাম্প (অতিরিক্ত উঁচু কাঠামো) নেই।

নকিয়া ৯ পিওরভিউ

এই ফোনটি তৈরি করার জন্য নকিয়া এবং এইচএমডি বিভিন্ন কোম্পানির সাথে বিশেষ কিছু কাজ করেছে। উদাহরণস্বরূপ, নকিয়া গুগলের সাথে তাদের গ্যালারি ও জিডেপ্‌থ প্রযুক্তি ব্যবহারের জন্য কাজ করেছে, অ্যাডোবির সাথে স্পেশাল র-ডিএনজি নিয়ে কাজ করেছে, কোয়ালকমের সাথে চিপ লেভেল ফটো প্রসেসিং বিষয়ে কাজ করতে হয়েছে, সিলিকন ভ্যালির ক্যামেরা স্টার্টাপ লাইট এর প্রযুক্তি ব্যবহার করেছে প্রভৃতি।

নকিয়া ৯ পিওরভিউ স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৫.৯৯ ইঞ্চি (১৪৪০ x ২৮৮০পি, ৫৩৮ পিপিআই, ১৮:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), পি-ওলেড, গরিলা গ্লাস ৫ প্রটেকশন।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৪৫ অক্টাকোর (১০ ন্যানোমিটার), অ্যাড্রিনো ৬৩০ জিপিইউ।
  • র‍্যামঃ ৬জিবি।
  • স্টোরেজঃ  ১২৮ জিবি। হাইব্রিড ডুয়াল সিম সাপোর্টেড হওয়ায় মেমোরি কার্ড স্লট আছে (৫১২জিবি পর্যন্ত)।
  • ক্যামেরাঃ পেছনে পাঁচটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা (২টি আরজিবি, ৩টি বিডাব্লিও, f/1.8, 1/2.8″, 1.25µm), ডুয়াল এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ, জেইস অপটিক্স। সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৩৩২০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, (অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রাম)।
  • সিমঃ ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ স্ক্রিনের মধ্যে (অন-স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক নেই, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ওজনঃ ১৭২ গ্রামের মত, পুরুত্ব ৮ মিলিমিটার।
  • দাম শুরুঃ ৭০০ ডলার থেকে।

নকিয়া ৯ ক্যামেরা স্যাম্পল (নকিয়া ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্রধান এডওয়ার্ডোর তোলা ছবি)

ফোনটির ৫টি ক্যামেরাই একত্রে ছবি তোলে, এরপর শটগুলো একত্রিত করে একটি একক ছবি তৈরি করে এর হার্ডওয়্যার-সফটওয়্যার। তবে নকিয়া ৯ এর পুরো ফটোগ্রাফিক ক্ষমতা কাজে লাগাতে গেলে কয়েক সেকেন্ড বাড়তি অপেক্ষা করতে হতে পারে, কারণ ইমেজ প্রসেসিংয়ের ব্যাপার আছে যে!

নকিয়া ৯ পিওরভিউ ফোন বাজারে আসবে মার্চে। এর দাম হবে ৭০০ মার্কিন ডলারে মত। বাংলাদেশে ফোনটি কবে আসবে তা এখনো নিশ্চিত না, তবে দুয়েক মাসের মধ্যে চলে আসতে পারে বলে আশা করাই যায়!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *