স্যামসাং গ্যালাক্সি এস১০ এলো নতুন ডিজাইন ও আরও বেশি ক্যামেরা নিয়ে

গত কয়েক বছরের মতই এবারও ব্যাপক পরিমাণ তথ্য ও ছবি ফাঁস সঙ্গে করে শেষ পর্যন্ত উন্মুক্ত হল স্যামসাং গ্যালাক্সি এস১০ সিরিজ। ২০১৯ সালের অন্যতম কাঙ্ক্ষিত এন্ড্রয়েড ফ্ল্যাগশিপ হিসেবে গ্যালাক্সি এস১০ স্মার্টফোনের প্রতি প্রযুক্তি বিশ্বের আগ্রহ ছিল সীমাহীন। প্রায় একই দিনে শাওমি তাদের মি ৯ ফ্ল্যাগশিপ ফোন রিলিজ দিলেও স্যামসাং ঠিকই স্টেজের দখল নিতে সক্ষম হয়।

২০ ফেব্রুয়ারি গ্যালাক্সি এস১০ সিরিজের ৪টি এবং গ্যালাক্সি ফোল্ড নামের একটি ফোল্ডিং ফোন, মোট ৫টি স্মার্টফোন ঘোষণা করে স্যামসাং।

গ্যালাক্সি এস১০ ও এস১০ প্লাস হচ্ছে এই সিরিজের প্রধান আকর্ষণ। আরও আছে একটু ছোট আকারের গ্যালাক্সি১০ই। এছাড়া আছে গ্যালাক্সি এস১০ ৫জি, যা এই বছরের প্রথমার্ধের মধ্যে কোনো এক সময় বাজারে আসবে।

চলুন জেনে নিই কী থাকছে স্যামসাং গ্যালাক্সি এস১০ ফোনে।

স্যামসাং গ্যালাক্সি এস১০ স্পেসিফিকেশন

গ্যালাক্সি এস১০
  • স্ক্রিনঃ ৬.১ ইঞ্চি (১৪৪০ x ৩০৪০পি, ৫৫০ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), ডাইন্যামিক অ্যামোলেড, গরিলা গ্লাস ৬ প্রটেকশন।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫/এক্সাইনস ৯৮২০ (অঞ্চলভেদে)
  • র‍্যামঃ ৮জিবি।
  • স্টোরেজঃ  ১২৮/৫১২ জিবি। ডুয়াল সিম মডেলে হাইব্রিড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ১২ + ১৬ মেগাপিক্সেল মিলিয়ে মোট ৩টি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৩৪০০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস চার্জ শেয়ারিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, স্যামসাং ওয়ান ইউআই স্কিন।
  • সিমঃ সিঙ্গেল/ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ স্ক্রিনের মধ্যে (অন-স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ম্যাটেরিয়ালঃ বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। সামনে পেছনে গরিলা গ্লাস ৬ প্রোটেকশন।
  • ওজনঃ ১৫৭ গ্রামের মত, পুরুত্ব ৭.৮ মিলিমিটার।
  • দাম শুরুঃ ৯০০ ডলার থেকে।

স্যামসাং গ্যালাক্সি এস১০+ স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৬.৪ ইঞ্চি (১৪৪০ x ৩০৪০পি, ৫২২ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), ডাইন্যামিক অ্যামোলেড, গরিলা গ্লাস ৬ প্রটেকশন।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫/এক্সাইনস ৯৮২০ (অঞ্চলভেদে)
  • র‍্যামঃ ৮/১২জিবি।
  • স্টোরেজঃ  ১২৮/৫১২ জিবি এবং ১ টেরাবাইট। ডুয়াল সিম মডেলে হাইব্রিড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ১২ + ১৬ মেগাপিক্সেল মিলিয়ে মোট ৩টি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ১০ + ৮ মেগাপিক্সেল মিলিয়ে মোট ২টি ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৪১০০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস চার্জ শেয়ারিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, স্যামসাং ওয়ান ইউআই স্কিন।
  • সিমঃ সিঙ্গেল/ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ স্ক্রিনের মধ্যে (অন-স্ক্রিন) ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ম্যাটেরিয়ালঃ বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। সামনে পেছনে গরিলা গ্লাস ৬ প্রোটেকশন।
  • ওজনঃ ১৭৫ গ্রামের মত, পুরুত্ব ৭.৮ মিলিমিটার।
  • দাম শুরুঃ ১০০০ ডলার থেকে।

স্যামসাং গ্যালাক্সি এস১০ই স্পেসিফিকেশন

  • স্ক্রিনঃ ৫.৮ ইঞ্চি (১০৮০ x ২২৮০পি, ৪৩৮ পিপিআই, ১৯:৯ অ্যাসপেক্ট র‍্যাশিও), ডাইন্যামিক অ্যামোলেড, গরিলা গ্লাস প্রটেকশন।
  • প্রসেসরঃ স্ন্যাপড্রাগন ৮৫৫/এক্সাইনস ৯৮২০ (অঞ্চলভেদে)
  • র‍্যামঃ ৬/৮জিবি।
  • স্টোরেজঃ  ১২৮/২৫৬ জিবি। ডুয়াল সিম মডেলে হাইব্রিড মেমোরি কার্ড স্লট আছে।
  • ক্যামেরাঃ পেছনে ১২ + ১৬ মেগাপিক্সেল মিলিয়ে মোট ২টি ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ। সামনে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
  • ব্যাটারিঃ ৩১০০ এমএএইচ, ওয়্যারলেস চার্জিং ও ওয়্যারলেস চার্জ শেয়ারিং সুবিধা।
  • ওএসঃ এন্ড্রয়েড ৯.০ পাই, স্যামসাং ওয়ান ইউআই স্কিন।
  • সিমঃ সিঙ্গেল/ডুয়াল সিম, ফোরজি এলটিই।
  • লক-আনলকঃ সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেইস আনলক।
  • অন্যান্যঃ ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে, ব্লুটুথ ৫, মাইক্রো ইউএসবি ৩.১, টাইপ সি, এনএফসি প্রভৃতি।
  • ম্যাটেরিয়ালঃ বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। সামনে পেছনে গরিলা গ্লাস প্রোটেকশন।
  • ওজনঃ ১৫০ গ্রামের মত, পুরুত্ব ৭.৯ মিলিমিটার।
  • দাম শুরুঃ ৭৫০ ডলার থেকে।

গ্যালাক্সি এস১০ ৫জি হবে লিমিটেড এডিশনের। এর স্ক্রিন সাইজ হবে ৬.৭ ইঞ্চি।

পেছনে ৪টি ক্যামেরা থাকবে, সামনে দুটি। ৪৫০০ এমএএইচ ব্যাটারির এই ফোনে ২৫৬জিবি স্টোরেজ পাবেন। র‍্যাম ৮ জিবি।

বলাই বাহুল্য, এটি হবে ৫জি নেটওয়ার্কের জন্য স্পেশাল ফোন, তবে অন্য নেটওয়ার্কেও চলবে। এর দাম এখনও জানায়নি স্যামসাং।

নতুন চমকঃ স্যামসাং গ্যালাক্সি ফোল্ড

গ্যালাক্সি ফোল্ড এমন একটি ফোন যেটি ভাঁজ করা যাবে। এটা অত্যন্ত ব্যয়বহুল হবে। এর দাম প্রায় ২ হাজার ডলার।

আপনি কোনটি কিনতে চান?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,548 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *