বহুল আলোচিত এমআই ৫ এন্ড্রয়েড স্মার্টফোন প্রকাশ করল শাওমি। চমৎকার স্পেসিফিকেশন সমৃদ্ধ এই ডিভাইসটিকে সরাসরি আইফোন ৬এস ও স্যামসাং গ্যালাক্সি এস৭ এর সাথে তুলনা করেছে “চীনের অ্যাপল” বলে পরিচিত শাওমি। চলুন দেখি কী থাকছে শাওমি এমআই ৫ ফোনে।
- ৫.১৫ ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন (১০৮০ x ১৯২০পি, ৪২৮পিপিআই)
- এন্ড্রয়েড ৬.০ মার্সম্যালো ওএস, এমআইইউআই ৭
- প্রসেসরঃ Qualcomm MSM8996 Snapdragon 820
- এড্রিনো ৫৩০ জিপিইউ
- প্রো এডিশনে থাকছে ৪জিবি র্যাম, ১২৮জিবি স্টোরেজ + মেমোরি কার্ড। অন্যান্য এডিশনে ৩জিবি র্যাম (৩২/৬৪জিবি স্টোরেজ)
- ১৬ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, ডুয়াল সিম, ফোরজি, জিপিএস, সামনের দিকের হোম বাটনে ফিংগারপ্রিন্ট সেন্সর
- ৩০০০ এমএএইচ Li-Po ব্যাটারি
শাওমি এমআই ৫ বাজারে আসবে মার্চ মাসে। ৩২জিবি ভার্সনের দাম হবে ৩০৬ ডলার, ৬৪জিবি ৩৫২ ডলার এবং ১২৮জিবি ৪১৩ ডলার।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।