ভারতের মোবাইল ফোন নির্মাতা কোম্পানি রিঙ্গিং বেলস (Ringing Bells), মাত্র ৪ ডলার দামের এন্ড্রয়েড স্মার্টফোন বাজারে এনেছে। ফ্রিডম ২৫১ নামের এই ফোনটির ভারতীয় মুদ্রায় দাম হবে ২৫১ রুপি, যা বাংলাদেশী টাকায় হিসেব করলে ৩০০ টাকারও কম দাম আসে (২৮৮ টাকা)। সেই হিসেবে ফ্রিডম ২৫১ হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা স্মার্টফোন। পোস্টের শুরুতে স্মার্টফোনটির ওয়েবসাইটে প্রাপ্ত ছবি দেয়া হয়েছে।
এই ডিভাইসটিতে রয়েছে ৪ ইঞ্চি (৫৪০ x ৯৬০পি) স্ক্রিন, ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর, ৩.২ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮জিবি স্টোরেজ, ১জিবি র্যাম, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ওয়াইফাই, প্রক্সিমিটি সেন্সর, এন্ড্রয়েড ৫.১ ওএস প্রভৃতি।
আরও জানুনঃ ১০ হাজার টাকার মধ্যে ভালো ১০টি স্মার্টফোন
এই জিএসএম ফোনটিতে কোনো ফ্ল্যাশ নেই। জিপিএস ও ফোরজি সাপোর্টও নেই। অবশ্য থ্রিজি ও ব্লুটুথ সাপোর্ট আছে।
তবে ফ্রিডম ২৫১ ফোনটি এর নির্মাতা কোম্পানির ওয়েবসাইটে যে মডেলের দেখানো হয়েছে, ভারতীয় পত্রিকার বিজ্ঞাপনে ডিভাইসটির ভিন্ন রূপ দেখা গেছে বলে অভিযোগ এসেছে। নিচে পত্রিকায় প্রাপ্ত সেই ছবি তুলে দেয়া হল। (ক্রেডিট টুইটার ব্যবহারকারী রাজু)।
স্মার্টফোনটি তৈরিতে ৪ ডলারের অনেক বেশি খরচ হয়েছে। প্রকৃতপক্ষে ভারত সরকারের আর্থিক সহযোগিতা বা ভর্তুকি থাকার কারণে এত কম দামে সেটটি বিক্রি করা সম্ভব হচ্ছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।