ক্যানসার সনাক্তকারী ব্রেসলেট পরীক্ষা করছে গুগল

গুগল এক্স ল্যাব বলতে আমাদের চোখে যা ভেসে ওঠে তা হল গ্লাস, সেলফ ড্রাইভিং কার, প্রজেক্ট লুন ইত্যাদি। কিন্তু ডাব্লিউএস-জেডি লাইভ কনফারেন্স গত বছর আমাদের এক অন্য তথ্য দিয়েছে এবং তা হল গুগল এক্স ল্যাবের আর একটি ডিভিসন হল লাইফ সাইন্স। যেখানে তাদের ১০০ চিকিৎসক এবং বিজ্ঞানী কাজ করছেন। আর তাদের একটি প্রজেক্ট হল ফিট বিট ব্রেসলেট যা ক্যান্সার সেল নির্ণয় করতে সক্ষম।

এখন আসুন জানা যাক এর কার্যক্রম-

প্রথমে আপনাকে ন্যানোপারটিকেল যুক্ত পিল গ্রহণ করতে হবে যা শরীরের এর ভিতর দিয়ে চলতে পারবে এবং ক্যান্সার সেল খুজবে। ন্যানোপারটিকেল যদি কোন ক্যান্সার সেল পায় তবে পারটিকেল গুলো সেল বাইন্ড করবে, আলোকিত হয়ে উঠবে এবং ব্রেসলেটের নিচে নিয়ে আসবে যেখানে ন্যানো পারটিকেল গুলো ব্রেসলেট দ্বারা আকর্ষিত হয়। আর এভাবে পুরো প্রক্রিয়াটির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষ সনাক্ত করা হবে।

গুগল এক্স ল্যাবের এই আবিষ্কার আপাতত সিনথেটিক নির্মিত কৃত্রিম বাহুতে পরীক্ষা করা হচ্ছে। এগুলো এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *