করটানা ও এক্সবক্স ফিচার সমৃদ্ধ উইন্ডোজ ১০ প্রিভিউ এখন ডাউনলোডের জন্য প্রস্তুত

windows 10 official sample

মাইক্রোসফটের লেটেস্ট উইন্ডোজ ১০ প্রিভিউ সংস্করন ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। এতে থাকছে কোম্পানিটির বহুল আলোচিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার করটনা, ক্রমান্বয়ে উন্নতির দিকে থাকা ট্যাবলেট ইন্টারফেস, বিভিন্ন টুইক, হালনাগাদকৃত অ্যাকশন-নোটিফিকেশন সেন্টার এবং নতুন এক্সবক্স অ্যাপ।

উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ এর নতুন সংস্করণগুলোতে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তন আনবে মাইক্রোসফট। নতুন কিছু ইউনিভারসাল অ্যাপ যেমন ফটো, মেইল ও ম্যাপ ভবিষ্যতে আপডেট করা হবে। স্পারটন ব্রাউজার সহ এক্সবক্স অ্যাপও কিছুদিন পরে পাওয়া যাবে। বরাবরের মতই এই বেটা ভার্সনের মাধ্যমে মাইক্রোসফট সবার কাছ থেকে এর উন্নতির জন্য পরামর্শ চাইছে।

উইন্ডোজ ১০ টেকনিক্যাল প্রিভিউ ভার্সন যেহেতু একটি পরীক্ষামূলক পর্যায়ের অপারেটিং সিস্টেম, তাই একে ভার্চুয়াল মেশিনে ইনস্টল করাই শ্রেয় বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। আপনি যদি এই নতুন উইন্ডোজের স্বাদ নিতে চান, তাহলে এই লিংকে গিয়ে ‘উইন্ডোজ ইনসাইডার’ প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে ওএস’টির আইএসও ফাইল ডাউনলোড করে এটা সেটআপ দিতে পারেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *