এই হচ্ছে মাইক্রোসফটের নতুন ব্রাউজার স্পারটন

মাইক্রোসফটের নতুন ওয়েব ব্রাউজার স্পারটন বেশ কিছু নতুন সুবিধা নিয়ে আসছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইঙ্কিং সাপোর্ট যা বিভিন্ন ওয়েব পেজের ব্যাখ্যা দিবে। এছাড়া এতে কাগজ কলমের মত নোট নেয়ার সুবিধা রয়েছে ফলে ডকুমেন্ট এর মত ওয়েব পেজের যেকোনো স্থানে মন্তব্য করার সুযোগ থাকবে।

spartan new browser

এরপর আরও থাকবে নতুন রিডিং মুড যা ওয়েব পেজের এলোমেলো টেক্সটগুলোকে পড়ার উপযোগী করে সহজভাবে উপস্থাপন করবে। মজার ব্যাপার হল ব্রাউজারটি ব্যবহার করার সময় নতুন করটনা প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ভাবে নির্দেশনা দিবে। ফ্লাইট রিজার্ভেশন, আবহাওয়া, রেস্তোরা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন সহায়তা পাওয়া যাবে নতুন এই করটনা সুবিধা সম্বলিত ব্রাউজারে। তবে পূর্ণ ফিচার জানতে আমাদেরকে উইন্ডোজ ১০ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

স্পারটন ব্রাউজারের চূড়ান্ত নাম কী হবে, কিংবা এটি ‘স্পারটন’ নাম নিয়েই আসবে কিনা সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি।

২১ জানুয়ারির বিশেষ উইন্ডোজ ১০ ইভেন্টে উইন্ডোজ ১০, হলোগ্রাফিক হেডসেট ‘হলোলেন্স’, উইন্ডোজ ১০ মোবাইল সহ বেশ কিছু নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে মাইক্রোসফট। সবগুলো চমক সম্বন্ধে একসঙ্গে জানতে চাইলে আমাদের এই লাইভ ব্লগ দেখুন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *