মাইক্রোসফটের নতুন ওয়েব ব্রাউজার স্পারটন বেশ কিছু নতুন সুবিধা নিয়ে আসছে এর মধ্যে উল্লেখযোগ্য হল ইঙ্কিং সাপোর্ট যা বিভিন্ন ওয়েব পেজের ব্যাখ্যা দিবে। এছাড়া এতে কাগজ কলমের মত নোট নেয়ার সুবিধা রয়েছে ফলে ডকুমেন্ট এর মত ওয়েব পেজের যেকোনো স্থানে মন্তব্য করার সুযোগ থাকবে।
এরপর আরও থাকবে নতুন রিডিং মুড যা ওয়েব পেজের এলোমেলো টেক্সটগুলোকে পড়ার উপযোগী করে সহজভাবে উপস্থাপন করবে। মজার ব্যাপার হল ব্রাউজারটি ব্যবহার করার সময় নতুন করটনা প্রতিনিয়ত আপনাকে বিভিন্ন ভাবে নির্দেশনা দিবে। ফ্লাইট রিজার্ভেশন, আবহাওয়া, রেস্তোরা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন সহায়তা পাওয়া যাবে নতুন এই করটনা সুবিধা সম্বলিত ব্রাউজারে। তবে পূর্ণ ফিচার জানতে আমাদেরকে উইন্ডোজ ১০ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
স্পারটন ব্রাউজারের চূড়ান্ত নাম কী হবে, কিংবা এটি ‘স্পারটন’ নাম নিয়েই আসবে কিনা সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানা যায়নি।
২১ জানুয়ারির বিশেষ উইন্ডোজ ১০ ইভেন্টে উইন্ডোজ ১০, হলোগ্রাফিক হেডসেট ‘হলোলেন্স’, উইন্ডোজ ১০ মোবাইল সহ বেশ কিছু নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে মাইক্রোসফট। সবগুলো চমক সম্বন্ধে একসঙ্গে জানতে চাইলে আমাদের এই লাইভ ব্লগ দেখুন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।