২০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে এইচটিসি ওয়ান এম৯ ?

আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এইসটিসি ওয়ান এম৯ এর ঘোষণা আসতে পারে এবং একই সাথে কোম্পানিটির প্রথম স্মার্টওয়াচও। নতুন এই ফ্ল্যাগশিপ ফোনটি তাইওয়ান ভিত্তিক এইসটিসি’র জন্য একটি বড় ব্যাপার।

ব্লুমবার্গ এর মতে এইসটিসি ওয়ান এম৯ সেটটিতে থাকবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। এইসটিসি এম ৮ এ যে ৪ মেগাপিক্সেল আল্ট্রাপিক্সেল ক্যামেরা ছিল তা আর থাকছে না। আল্ট্রাপিক্সেল এইসটিসি’র বানানো নতুন প্রযুক্তি যাতে বড় একক পিক্সেল ব্যাবহার করা হয় যার ফলে ছবির নয়েজ কমে যায়।

ধারণা করা হচ্ছে যে নতুন এম৯  দেখতে অনেকটা এম৮ এর মতই হবে। এর ভিতরে থাকবে অক্টাকোর কোয়ালকম স্নাপড্রাগন ৮১০ প্রসেসর। এবং আরও থাকবে নতুন এইসটিসি সেন্স স্কিন।

তবে এসবই এখন পর্যন্ত গুজব। আসলে কী হতে যাচ্ছে তা জানা যাবে মার্চের ১ তারিখ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এইসটিসি’র প্রেস রিলিজে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *