নজরকাড়া ডিজাইন নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সি এ৭

samsung-a 7.0

স্যামসাং আনছে গ্যালাক্সি এ৭ যা আলফা স্টাইলের সর্বশেষ সংস্করণ। সম্প্রতি আলফা জনপ্রিয়তা পাওয়ায় স্যামসাং তাদের এই সিরিজ অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ৩, এ৪ এবং এখন এ৭ এর মাধ্যমে। এতে রয়েছে ৫.৫ স্ক্রিন যা অ্যাপল আইফোন ৬ প্লাস এর সমান রেস্যুলেসন বহন করে। এদিক থেকে এটি কিছুটা আইফোনের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে।

এতে কিছু সমস্যাও রয়েছে যেমন মাত্র ২৬০০ এমএএইচ ব্যাটারি, এন্ড্রয়েড কিটক্যাট ওএস- যেখানে সবাই ললিপপ খুঁজছে।

samsung-alpha-a7.0

গ্যালাক্সি এ৭ সেটে আরও থাকছে ২জিবি র‍্যাম, ১৬জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা প্রভৃতি। থ্রিজি/ফোরজি নেটওয়ার্কভেদে এর প্রসেসর পাওয়ার ১.০ থেকে ১.৮ গিগাহার্টজ পর্যন্ত হবে।

এ৭ মূলত ডুয়েল সিম এর বাজারটি ধরবে যা চায়না, রাশিয়া, ভারত প্রভৃতি দেশে জনপ্রিয়। এ৭ সেটটি ৬.৩ মিলিমিটার পাতলা। স্যামসাং এখন মেটালিক বডি এবং স্লিম ডিজাইনের দিকে নজর দিচ্ছে তবে ভবিষ্যতে স্যামসাংকে তাদের প্রিমিয়াম অবস্থা প্রকাশ করতে আরও সৃজনশীল পদক্ষেপ নিতে হবে।

গ্যালাক্সি এ৭ কবে বাজারে আসবে কিংবা এর মূল্য কত হবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *