বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং লোকসানের মুখে থাকা ক্যানাডিয়ান স্মার্টফোন নির্মাতা কোম্পানি ব্ল্যাকবেরিকে কিনে নেয়ার প্রচেষ্টা চালিয়েছিল।
ঐ প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং মূলত ব্ল্যাকবেরির পেটেন্ট পোর্টফোলিও কেনার ব্যাপারে আগ্রহী। এজন্য ৭.৫ বিলিয়ন ডলার মূল্য হেঁকেছিল গ্যালাক্সি ডিভাইস প্রস্তুতকারী এই প্রতিষ্ঠান।
গত সপ্তাহে উভয় কোম্পানির কর্মকর্তারা এ ব্যাপারে সাক্ষাৎ করেছিলেন, কিন্তু তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।
এদিকে এই খবর প্রকাশের পর পরই ব্ল্যাকবেরির শেয়ার মূল্য প্রায় ২৯ শতাংশ বেড়ে যায়।
আপডেট ১: এ ব্যাপারে স্যামসাংয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও ব্ল্যাকবেরি জানিয়েছে তারা স্যামসাংয়ের কাছে বিক্রি হওয়া সংক্রান্ত কোনো ধরণের আলোচনাই করেনি। অর্থাৎ স্যামসাং কর্তৃক ব্ল্যাকবেরি অধিগ্রহণ সম্পর্কিত যে খবরটি ছড়িয়েছিল সেটি নিছক একটি ধারণা ছিল।
আপডেট ২: স্যামসাংও ব্ল্যাকবেরির সাথে উক্ত ডিলের রিপোর্টটি অস্বীকার করেছে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।