২০১৩ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের অংশ হিসেবে ফেসবুক তাদের বেশকিছু নতুন মাইলফলক প্রকাশ করেছে। কোম্পানিটি বলছে, গত ডিসেম্বরে সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১.২৩ বিলিয়নের বেশি ছিল। তখন সাইটটির প্রতিদিনকার অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৭৫৭ মিলিয়ন অতিক্রম করেছে।
ডিসেম্বর ২০১৩ এর গড় হিসেব অনুযায়ী প্রত্যেক মাসে ফেসবুকের মোবাইল ভার্সনে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯৪৫ মিলিয়নে দাঁড়িয়েছে। ঐ প্রেস রিলিজ থেকে আরও যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় তা হল,
- > ডিসেম্বর ২০১৩ এর হিসেবমতে ফেসবুকের গড় দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৫৭ মিলিয়ন, যা এক বছর আগের চেয়ে ২২% বেশি।
- > মোবাইলের ক্ষেত্রে ডেইলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ৫৫৬ মিলিয়ন। এক বছর আগের তুলনায় এই পরিমাণ ৪৯% বেশি।
- > ২০১৩ সালের ডিসেম্বরে মান্থলি অ্যাক্টিভ ইউজার (এমএইউ) এর সংখ্যা ছিল ১.২৩ বিলিয়ন, যা বছর-বছর হিসেবে ১৬% বৃদ্ধি পেয়েছে।
- > এই সময়ে মোবাইল এমএইউ ছিল ৯৪৫ মিলিয়ন। এখানেও আগের বছরের চেয়ে ৩৯% উন্নতি লক্ষ্য করা যায়।
বর্তমানে ফেসবুকের মোট মাসিক ব্যবহারকারী সংখ্যার ৭৬.৮৩ শতাংশই মোবাইল থেকে সেবাটি উপভোগ করছেন। আর দৈনিক হিসেবে মোবাইলে আছেন ৭৩.৪৪% ফেসবুকার।
সর্বশেষ প্রান্তিকে ফেসবুকের মুনাফা ছিল ৫২৩ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৩’র চতুর্থ প্রান্তিকে ফেসবুকের আয় বেরেছে ৬৩% যার অর্ধেকের বেশি এসেছে ফেসবুকের মোবাইল ভার্সন থেকে।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।