ফাঁস হল স্যামসাং গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিন!

galaxy s5 home  banglatech24নতুন নতুন সব স্মার্টফোনের তথ্য আগাম ফাঁস করতে টুইটার একাউন্ট ইভলিকসের বরাবরই সুনাম রয়েছে। এবার তারা ফাঁস করল স্যামসাং গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিন। স্মার্টফোনটি চলতি বছরের প্রথমার্ধে বাজারে আসবে বলে প্রচলিত আছে।

উপরের ছবিতে যে ‘গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিন’ দেখতে পাচ্ছেন সেটি মূলত কার্ডভিত্তিক ডিজাইনে তৈরি। এতে ব্যবহারকারীর বিভিন্ন অনলাইন অর্ডার, স্পোর্টস আপডেট, ফ্লাইটের সময়সূচী, সোশ্যাল কনটাক্টস, কনসার্ট, অ্যাপয়েন্টমেন্ট প্রভৃতি দেখা যায়।

ছবি অনুযায়ী, স্যামসাংয়ের এই পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি ফোনের ইউজার ইন্টারফেস দেখতে অনেকটাই মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৮ এর মত। এছাড়া গুগল নাউ’য়ের কার্ড নির্ভর ইউআই’ও ছবিতে প্রদর্শিত ডিজাইনের মতই।

galaxy s5 home 2

এর আগে, জানুয়ারির ৭ তারিখে ইভলিকসের পোস্টকৃত অন্য একটি ছবিতে গ্যালাক্সি এস৫ এর হোমস্ক্রিন বলে দাবীকৃত ইমেজে কার্ড ডিজাইনের সাথে স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন আইকনও দেখা যায়।

যদি ইভলিকসের এসব ছবি সত্যিই হয়, তাহলেও এগুলো এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে এবং হুবহু এই ডিজাইন নিয়েই যে স্মার্টফোনটি বাজারে আসবে তা নিশ্চত নয়। সুতরাং স্যামসাং গ্যালাক্সি এস৫ এর প্রকৃত চেহারা দেখতে চাইলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *