স্মার্টফোনে তোলা ছবি তাৎক্ষণিক প্রিন্ট করে দেবে ফুজিফিল্মের নতুন ডিভাইস!

instax-share-sp-1  banglatech24এই হচ্ছে ফুজিফিল্মের তৈরি ‘ইনস্ট্যাক্স শেয়ার এসপি-১’ পোর্টেবল ফটো প্রিন্টার। সিইএস মেলায় প্রদর্শিত এই গেজেটটি আপনার মোবাইলে তোলা ছবিগুলো তাৎক্ষণিক প্রিন্ট করে দিতে পারবে। ছবিগুলোর প্রতিটি হার্ড কপির আকার হবে ক্রেডিট কার্ডের মত।

এটি একটি ইন্টারনেট কানেক্টেড ডিভাইস যা ওয়াইফাইয়ের মাধ্যমে স্মার্টফোনের ইমেজ নিয়ে বিশেষ কাগজে তা প্রিন্ট করে দিতে পারে। প্রতিটি ছবি প্রিন্টের জন্য ডিভাইসটির সময় লাগবে মাত্র ১৬ সেকেন্ড। এর আইওএস ও এন্ড্রয়েড কম্প্যানিয়ন অ্যাপ আছে।

রিচার্জেবল ব্যাটারি চালিত ইনস্ট্যাক্স শেয়ারের দাম পড়বে ১৯৯ ডলার। ব্যাটারিতে একবার পুরোপুরি চার্জ দিলে প্রিন্টারটি ১০০ ছবি উপহার দিতে সক্ষম। এর বিশেষ ফটোপেপার প্যাকের দাম ২০.৯৫ ডলার যার মধ্যে ২০টি কাগজ/ফিল্ম থাকবে। ইনস্ট্যাক্স শেয়ার প্রিন্টার এপ্রিলে বাজারে আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,552 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *