জনপ্রিয় ক্লাউড স্টোরেজ ও ফাইল শেয়ারিং সেবা ড্রপবক্সের ওয়েবসাইট কয়েক ঘন্টার জন্য ডাউন হয়ে গিয়েছিল। আজ শুক্রবার ১১ জানুয়ারি বাংলাদেশ সময় সকাল পৌনে আটটার দিকে একটি হ্যাকার গ্রুপ টুইটারে দাবী করে যে তারা ড্রপবক্স ওয়েবসাইট হ্যাক করেছে।
কিন্তু কয়েক ঘন্টা পর ড্রপবক্সের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে ওয়েবসাইট ডাউন হওয়ার বিষয়টি স্বীকার করা হলেও কোম্পানিটি বলছে এটি কোনো হ্যাকিংয়ের শিকার হয়নি, বরং সাইটটির ইন্টারনাল মেইন্টেন্যান্স চলাকালে উক্ত সমস্যার উদ্ভব হয়েছে। ততক্ষণে ড্রপবক্স সাইটটি পুনরায় অনলাইনে এসেছে।
ঐ সময় ড্রপবক্সের এপিআই’ও কাজ করা বন্ধ করে দিয়েছিল। তখন মোবাইল থেকেও সেবাটির এক্সেস উপলভ্য পাওয়া যায়নি।
কোম্পানিটির পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এ ঘটনায় কোন ব্যবহারকারীর তথ্য বেহাত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।
ড্রপবক্সের এই আংশিক অফলাইনে চলে যাওয়া আপনার নজরে এসেছে? আপনিও কি এজন্য সমস্যার সম্মুখীন হয়েছেন?
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।