রিয়েলমি ফোনে ফাইল হাইড করার নিয়ম

বর্তমান সময়ে প্রাইভেসিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেন অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী। নিজের কোম্পনির ফোন কিনতে ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যবহারকারীর প্রাইভেসি শক্তিশালী করতে সক্ষম এমন ফিচার যোগ করে চলেছে নির্মাতা কোম্পানিগুলো। অন্যসব স্মার্টফোন কোম্পানির পাশাপাশি রিয়েলমিও তাদের কাস্টম এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে নিয়মিত প্রাইভেসি ফিচার এড করে।

প্রাইভেট সেফ হলো রিয়েলমি ফোনের একটি প্রাইভেসি ফিচার যা ব্যবহার করে সকল ধরনের ফাইল পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা যায়। ব্যবহারকারীগণ তাদের ব্যক্তিগত ফাইল বা ছবি প্রাইভেট সেফ ব্যবহার করে হাইড করে রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক প্রাইভেট সেফ ব্যবহার করে রিয়েলমি ফোনে ফাইল হাইড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

রিয়েলমি ফোনে প্রাইভেট সেফ ব্যবহারের নিয়ম

রিয়েলমি ফোনে প্রাইভেট সেফ ব্যবহার আগে প্রাইভেট সেফ সেটিংস ঠিক করতে হবে। রিয়েলমি প্রাইভেট সেফ সেটাপ করতেঃ

  • রিয়েলমি ফোনের সেটিংসে প্রবেশ করুন
  • Password & biometrics এ প্রবেশ করুন
  • Private Safe সিলেক্ট করুন
  • Privacy password সিলেক্ট করুন 
  • প্রাইভেট সেফ এর পাসওয়ার্ড সেট করুন

প্রাইভেট সেফ ফিচারটি ব্যবহার করতে পাসওয়ার্ড প্রয়োজন। কোনো ছবি, ভিডিও বা ফাইল হাইড করার আগে পাসওয়ার্ড সেট করে ফেললে সুবিধা হয়। আবার প্রথমবার কোনো ফাইল হাইড করার সময় ও এই পাসওয়ার্ড সেট করা যায়।

রিয়েলমি ফোনে ফাইল হাইড করার নিয়ম

প্রাইভেট সেফ সেটাপ করা হয়ে গেলে ফাইল, ছবি বা ভিডিও হাইড করা যাবে। একাধিক উপায়ে রিয়েলমি ফোনের প্রাইভেট সেফ ব্যবহার করে ফাইল হাইড করা যাবে। চলুন জেনে নেওয়া যাক রিয়েলমি ফোনে ফাইল হাইড করার নিয়ম।

গ্যালারি অ্যাপ ব্যবহার করে

গ্যালারি অ্যাপ ব্যবহার করে রিয়েলমি ফোনে ছবি ও ভিডিও হাইড করতেঃ

  • গ্যালারি অ্যাপে প্রবেশ করে কাঙ্খিত ছবি বা ভিডিওসমূহ সিলেক্ট করুন
  •  এরপর স্ক্রিনের বোটম মেন্যুতে থাকা “Set As Private” অপশনে ট্যাপ করুন
  • প্রাইভেট সেভ ব্যবহারের টার্মস ও কন্ডিশনে সম্মতি প্রকাশ করে OK অপশনে ট্যাপ করুন

সঠিকভাবে উল্লিখিত প্রক্রিয়া অনুসরণ করলে রিয়েলমি ডিভাইসে এনক্রিপশনের সহিত কাঙ্খিত ছবি ও ভিডিও হাইড করা যাবে।

🔥🔥 গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 🔥🔥

ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করে

ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করে যেকোনো ফাইল হাইড করা যাবে। ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করে যেকোনো ফাইল হাইড করতেঃ

  • বিল্ট-ইন ফাইল ম্যানেজার অ্যাপটি ওপেন করুন
  • যে ফাইল হাইড করতে চান সেটি সিলেক্ট করুন
  • বোটম মেন্যুতে থাকা “More” অপশন সিলেক্ট করুন
  • সিলেক্ট করা ফাইল হাইড করতে “Set As Private” অপশন সিলেক্ট করুন

সঠিকভাবে উল্লেখিত প্রক্রিয়া অনুসরণ করলে রিয়েলমি ডিভাইসেহ এনক্রিপশনের সহিত কাঙ্খিত ফাইলসমূহ হাইড হয়ে যাবে।

প্রাইভেট সেফ অ্যাকসেস করার নিয়ম

প্রাইভেট সেফ ব্যবহার করে ফাইল হাইড করার নিয়ম তো জানা গেলো। এবার জানি চলুন হাইড করা ফাইল খুঁজে পাবেন কিভাবে। হাইড করা ফাইল খুঁজে পাওয়া যাবে একাধিক উপায়ে।

সেটিংস ব্যবহার করে

সেটিংস অ্যাপ ব্যবহার করে হাইড করা ফাইলসমূহ দেখতেঃ

  • সেটিংসে প্রবেশ করুন
  • Password & biometrics সেকশনে প্রবেশ করুন
  • Private Safe এ ট্যাপ করুন
  • প্রাইভেসি পাসওয়ার্ড প্রদান করলে হাইড করা সকল ফাইল দেখতে পাবেন

ফটোস অ্যাপ ব্যবহার করে

ফটোস অ্যাপ ব্যবহার করে রিয়েলমি ফোনে হাইড করা ফাইল খুঁজে পেতেঃ

  • ফটোস অ্যাপে প্রবেশ করে Photos, Album ও Explore অপশন যেখানে আছে সেই টপ হেডারে ট্যাপ করে ধরে রাখুন
  • প্রাইভেট সেফ এর পাসওয়ার্ড প্রদান করুন
  • প্রাইভেট সেফ এর পাসওয়ার্ড সঠিকভাবে প্রদান করলে হাইড করা ছবি বা ভিডিও দেখতে পাবেন

👉 রিয়েলমি সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য

ফাইল ম্যানেজার ব্যবহার করে

বিল্ট-ইন ফাইল ম্যানেজার অ্যাপ ব্যবহার করে রিয়েলমি ফোনে হিডেন ফাইল দেখতেঃ

  • ফাইল ম্যানেজার অ্যাপে প্রবেশ করুন
  • টপ হেডারে ট্যাপ করে ধরে রাখুন
  • এরপর প্রাইভেট সেফ এর পাসওয়ার্ড প্রদান করে হাইড করা ফাইলসমূহ দেখতে পারবেন

আপনি কি রিয়েলমি ফোনে ফাইল হাইড করার ফিচার, প্রাইভেট সেফ ব্যবহার করেন? আমাদের জানান কমেন্ট সেকশনে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,543 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *