স্যামসাং গ্যালাক্সি এস৮ এর ফিচার ফাঁস

যুক্তরাজ্যের পত্রিকা দ্যা গার্ডিয়ান নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৮ এর বেশ কিছু ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করেছে। গার্ডিয়ানের ঐ রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস৮ এর দুটি মডেল বাজারে আসবে, যেগুলোর স্ক্রিন সাইজ হবে ৫ ও ৬ ইঞ্চি। চলুন দেখি সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী গ্যালাক্সি এস৮ এর স্পেসিফিকেশন।

  • একটি মডেলে থাকবে ৫.১ থেকে ৫.৫ ইঞ্চি স্ক্রিন। অপরটিতে ৫.৭ থেকে ৬.২ ইঞ্চি ডিসপ্লে, যাতে বর্ডার খুবই কম থাকবে। স্ক্রিনের ওপর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।
  • গ্যালাক্সি এস৮ ফোনের ক্যামেরা এস৭ এর চেয়ে উন্নত হবে। তবে কত মেগাপিক্সেল হবে তা জানায়নি গার্ডিয়ান। কারও কারও মতে পেছন দিকের ক্যামেরাটি ৩০ মেগাপিক্সেল ও সামনের দিকে ৯ মেগাপিক্সেল হতে পারে।
  • ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি ফোন আনলক করার জন্য আইরিশ/চোখ স্ক্যানার থাকবে।
  • স্যামসাং গ্যালাক্সি এস৮ এ নতুন ভার্চুয়াল এসিস্ট্যান্ট অ্যাপ বিক্সবি থাকবে বলে শোনা যাচ্ছে। বিক্সবি হচ্ছে স্যামসাংয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট ডিজিটাল সহকারী অ্যাপ।
  • গ্যালাক্সি এস৮ এক্সটার্নাল মনিটরের সাথে যুক্ত করে ডেস্কটপ কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।
  • গ্যালাক্সি এস৮ ফোনে সচরাচর ব্যবহৃত হেডফোন জ্যাক থাকবে।
  • ২১ এপ্রিল বাজারে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এস৮।

উপরের তথ্যগুলো স্যামসাং অফিসিয়ালভাবে নিশ্চিত করেনি। তবে গার্ডিয়ানের মত বড় পত্রিকা যেহেতু এগুলো প্রকাশ করেছে, সেহেতু এর বেশিরভাগই মিলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে স্যামসাংয়ের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,549 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *