ইতিহাস সৃষ্টিকারী গ্যালাক্সি নোট ৭ এর ধকল কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রত্যয়ী স্যামসাং। গ্যালাক্সি এ ২০১৭ মডেলের তিনটি স্মার্টফোন ঘোষণার মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি জায়ান্ট নতুন বছরকে স্বাগত জানাল। উন্নততর পানিরোধী বৈশিষ্ট্য সমৃদ্ধ এই ফোনগুলোতে থাকছে ইউএসবি-সি টাইপ কানেক্টিভিটি। ফোন তিনটি হচ্ছে গ্যালাক্সি এ৭ (২০১৭), গ্যালাক্সি এ৫ (২০১৭) এবং গ্যালাক্সি এ৩ (২০১৭)। চলুন দেখে নিই ডিভাইসগুলোর বিস্তারিত স্পেসিফিকেশন।
গ্যালাক্সি এ৭ ২০১৭
- ডিসপ্লেঃ ৫.৭ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড (৩৮৬ পিপিআই), গরিলা গ্লাস
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৬.০.১৬ মার্সম্যালো
- ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (এলইডি ফ্ল্যাশ), ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (সামনে ও পেছনে সমান মেগাপিক্সেল)
- প্রসেসরঃ অক্টাকোর ১.৯ গিগাহার্টজ কর্টেক্স
- মেমোরি ও স্টোরেজঃ ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (২৫৬ জিবি পর্যন্ত)
- কানেক্টিভিটিঃ ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি-সি, ডুয়াল সিম (ন্যানো), এফএম রেডিও প্রভৃতি
- সেন্সরঃ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, আরজিবি লাইট ও ব্যারোমিটার
- ব্যাটারিঃ ৩৬০০ এমএএইচ, ফাস্ট চার্জিং
গ্যালাক্সি এ৫ ২০১৭
- ডিসপ্লেঃ ৫.২ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড (৪২৪ পিপিআই), গরিলা গ্লাস
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৬.০.১৬ মার্সম্যালো
- ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (এলইডি ফ্ল্যাশ), ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (সামনে ও পেছনে সমান মেগাপিক্সেল)
- প্রসেসরঃ অক্টাকোর ১.৯ গিগাহার্টজ কর্টেক্স
- মেমোরি ও স্টোরেজঃ ৩ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (২৫৬ জিবি পর্যন্ত)
- কানেক্টিভিটিঃ ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি-সি, ডুয়াল সিম (ন্যানো), এফএম রেডিও প্রভৃতি
- সেন্সরঃ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, আরজিবি লাইট ও ব্যারোমিটার
- ব্যাটারিঃ ৩০০০ এমএএইচ, ফাস্ট চার্জিং
গ্যালাক্সি এ৩ ২০১৭
- ডিসপ্লেঃ ৪.৭ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড (৩১২ পিপিআই), গরিলা গ্লাস
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড ৬.০.১৬ মার্সম্যালো
- ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা (এলইডি ফ্ল্যাশ), ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- প্রসেসরঃ অক্টাকোর ১.৬ গিগাহার্টজ কর্টেক্স
- মেমোরি ও স্টোরেজঃ ২ জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড সাপোর্ট (২৫৬ জিবি পর্যন্ত)
- কানেক্টিভিটিঃ ফোরজি, ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ, এনএফসি, ইউএসবি-সি, ডুয়াল সিম (ন্যানো), এফএম রেডিও প্রভৃতি
- সেন্সরঃ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, আরজিবি লাইট ও ব্যারোমিটার
- ব্যাটারিঃ ২৩৫০ এমএএইচ
ফোনগুলোর দাম এখনও জানায়নি স্যামসাং। তবে এগুলো মধ্যম দামের হবে। চলতি মাসে রাশিয়া থেকে যাত্রা শুরু করবে ডিভাইসগুলো। এরপর অন্যান্য দেশের বাজারে আসবে নতুন এই তিনটি গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন।
- বাংলাটেক ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- বাংলাটেক ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- বাংলাটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
- গুগল নিউজে বাংলাটেক সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
- বাংলাটেক সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
- প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট।