ক্যান্সারে আক্রান্ত শিশুটির সোশ্যাল মিডিয়ায় স্বপ্নপূরণের গল্প

যুক্তরাষ্ট্রে ক্যান্সারে আক্রান্ত ৮ বছর বয়সী একটি ছেলের শেষ ইচ্ছে সে যেন চীনে বিখ্যাত হয়ে ওঠে।

ক্যানসারের স্টেজ-৪ এ মৃত্যুর কাছাকাছি এসে চিকিৎসা নেয়া বন্ধ করে দিয়েছে ডোরিয়ান নামের এই শিশুটি।

সে তার বাবা-মা’কে বলে, গ্রেট ওয়ালের দেশ চীনে সে বিখ্যাত হতে চায়। চার বছর ধরে ক্যানসারের সাথে লড়াই করা ডোরিয়ানের এই ইচ্ছের কথা তার পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করে দেয়া হয়।

ডোরিয়ানের এই ইচ্ছেটির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর পরই চীন সহ সারা বিশ্ব থেকে শিশুটির জন্য উৎসাহমূলক ছবি পোস্ট করা হচ্ছে।

এতে #D-Strong, #DStrong হ্যাশট্যাগদুটো ফেসবুক, টুইটার সহ চীনের সোশ্যাল নেটওয়ার্ক ওয়েইবুতেও অসংখ্যবার এসেছে। এজন্য প্রেয়িং ফর ডোরিয়ান নামে একটি পেজও খোলা হয়েছে।

dorian-fb-page

dorian dstrong bangladesh

আমেরিকার এক বাচ্চা। বয়স মাত্র ৮।তার হয়েছে ক্যান্সার। চিকিৎসা চলছিলো, কিন্তু ক্যান্সারের চিকিৎসা নেবারও একটা অকথ্য যন্ত্…

Posted by Ashif Entaz Rabi on Thursday, January 14, 2016

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,546 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *