উইন্ডোজ ১০ এর জন্য নতুন ব্রাউজার বানাচ্ছে মাইক্রোসফট

windows-10-logo-4535

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের জন্য ‘স্পারটন’ নামক নতুন ওয়েব ব্রাউজার নিয়ে আসতে যাচ্ছে মাইক্রোসফট। জেডডিনেট এর এক রিপোর্টে বলা হয়েছে যে নতুন এ ব্রাউজারে ফায়ারফক্স এবং ক্রোম উভয়ের সুবিধদি দেয়া হবে কিন্তু আসবে নতুন চেহারায়। তবে ইন্টারনেট এক্সপ্লোরার একেবারে বিলুপ্ত হয়ে যাবেনা, বরং উভয় ব্রাউজারই পাশাপাশি আসবে।

নতুন চেহারা থাকলেও মাইক্রোসফট তাদের বর্তমান ওয়েব প্রযুক্তিই এতে ব্যবহার করবে। এটি ‘চাকরা’ জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এবং ‘ট্রাইডেন্ট’ রেন্ডারিং ইঞ্জিন ব্যাবহার করবে। সুতরাং রেডমন্ড এখনই ওয়েবকিট এর দিকে যাচ্ছে না যেটি অ্যাপল সাফারি ব্যবহার করে। তবে গুগল ওয়েবকিট ব্যবহার না করে তাদের নিজেদের কাস্টম ইঞ্জিন ব্যবহার করে।

এত কিছুর পরও ইন্টারনেট এক্সপ্লোরার একেবারে বিলুপ্ত হবে না কেননা কম্প্যাটিবিলিটি সমস্যা এড়াতে ইন্টারনেট এক্সপ্লোরার ১১ সাথে দেয়া হবে অর্থাৎ দুটি ব্রাউজারই থাকবে নতুন শিপমেন্টে।

আসছে ২১শে জানুয়ারী উইন্ডোজ ১০ ইভেন্ট রয়েছে দেখা যাক এতে মাইক্রোসফট তাদের নতুন ব্রাউজার সম্পর্কে কি বলে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *