উন্নত ক্যামেরা ফিচার নিয়ে উইন্ডোজ ফোনের জন্য এলো লুমিয়া ডেনিম আপডেট

উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম চালিত লুমিয়া স্মার্টফোনের জন্য ‘ডেনিম আপডেট’ রিলিজ করেছে মাইক্রোসফট। এই আপডেটে লুমিয়া ফোনের ক্যামেরায় বড় ধরণের উন্নয়ন আসবে বলে জানিয়েছে কোম্পানিটি। এর নতুন ‘লুমিয়া ক্যামেরা’ অ্যাপ দ্রুত ছবি তুলতে সক্ষম। ডেনিম আপডেট আরও নিয়ে আসছে ফোরকে মানের ভিডিও রেকর্ডিং সাপোর্ট, অটো এইচডিআর, ডাইন্যামিক ফ্ল্যাশ, লাইভ ফোল্ডার, এসএমএস মার্জিং প্রভৃতি।

লুমিয়া ৮৩০, লুমিয়া ৯৩০, লুমিয়া আইকন এবং লুমিয়া ১৫২০ ডিভাইসে এসব নতুন ক্যামেরা ফিচার উপলভ্য হবে। লুমিয়া ৯৩০ ও লুমিয়া ১৫২০ এর করটানা অ্যাপ্লিকেশনে ‘হেই করটানা’ কমান্ড অ্যাক্টিভেট করবে এই আপডেট, ফলে ফেকোনো সময় ‘হেই করটানা’ বললেই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যাবে।

এখানে জানিয়ে রাখছি, লুমিয়া ডেনিম আপডেট ইনস্টল করতে চাইলে আগে থেকেই আপনার ফোনে ‘লুমিয়া সায়ান আপডেট’ ইনস্টল করা থাকতে হবে।

আজ থেকে নির্দিষ্ট কিছু দেশের গ্রাহকদের জন্য সীমিত কয়েকটি লুমিয়া ফোনে ডেনিম আপডেট সরবরাহ শুরু করছে মাইক্রোসফট। জানুয়ারির প্রথম থেকে সকল উইন্ডোজ ৮.১ স্মার্টফোনের জন্য এই আপডেট রিলিজ করবে কোম্পানিটি।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *