বাকাঁনো স্ক্রিনের আইফোন বানাচ্ছে অ্যাপল?

বাকাঁনো স্ক্রিন সহ আইফোন নিয়ে কাজ করছে অ্যাপল! ব্লুমবার্গ বলেছে এই ফোন গুলো ৪.৭ এবং ৫.৭ মাপের স্ক্রিন দিয়ে বানানো হচ্ছে! তারা আরো বলেছে এই ফোন গুলো আগামী বছরের মাঝামাঝি সময়ে বাজারে ছাড়া হতে পারে।

এক মাস আগে স্যামসাং ৫.৭ মাপের বাকাঁনো স্ক্রিন দিয়ে একটি ফোন শুধুমাত্র সাউথ কোরিয়ায় বাজারে বিক্রির জন্য ছেড়েছিল। এলজি-ও ৬” স্ক্রিন দিয়ে জিফ্লেক্স নামের একটি ডিভাইস বাজারে উন্মুক্ত করেছে।

সেপ্টেম্বরে আইফোন ৫এস ও ৫সি বাজারে ছেড়েছে অ্যাপল, এই দুটি মোবাইল লন্ডন এবং অ্যামেরিকায় খুব ভালো ব্যবসা করছে।

আমরা আপনাদেরকে এই সর্ম্পকে জানাতে থাকবো! আমাদের সাথেই থাকুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *