এন্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ মেসেজের ব্যাকআপ নিন গুগল ড্রাইভে

দিন দিন আপনি যতটাই স্মার্টফোন নির্ভর হয়ে উঠছেন আপনার গুরুত্বপূর্ণ ডেটা ফোন হারানোর সাথে সাথে হারিয়ে যাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাচ্ছে। আপনি হয়ত জানেন, হোয়াটসঅ্যাপ এর মেসেজগুলো সাধারণত এদের সার্ভারে সংরক্ষিত থাকেনা। ফলে আপনি ডিভাইস পরিবর্তন করলে আপনার চ্যাট হিস্ট্রি হারানোর সম্ভাবনা থাকে।

যদিও এন্ড্রয়েডে এ ধরনের ডেটা ব্যাকআপ রাখার বিল্ট-ইন ব্যবস্থা আছে। তবে শীঘ্রই এন্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের মেসেজ, প্রোফাইল প্রভৃতি তথ্য নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকার একটা উপায় পাবেন। কেননা ডেটা ব্যাকাপের জন্য গুগল ড্রাইভ এর সাথে চুক্তি করেছে হোয়াটসঅ্যাপ। এ চুক্তির আওতায় হোয়াটসঅ্যাপের ৯০০ মিলিয়ন ব্যবহারকারী তাদের ডেটা নিরাপদে রাখতে পারবেন।

এতে চ্যাট হিস্ট্রি, ভয়েস ম্যাসেজ, ফটো ও ভিডিও ব্যাকআপ রাখা যাবে। আপনি সকল ডেটা আপনার নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ইনস্টল দেয়ার পর রিস্টোর করতে পারবেন।

সবার জন্য এই ফিচারটি চালু হতে আরও বেশ কয়েক মাস সময় লাগবে। সুতরাং নিয়মিত আপনার হোয়াটসঅ্যাপ সেটিংস চেক করুন। আর গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপ ডেটা ব্যাকআপ রাখা ও রিস্টোর করার পদ্ধতি এই অফিশিয়াল লিংকে দেখুন

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,572 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *