উইন্ডোজ আরটি ৮.১ এ ত্রুটি থাকায় আপডেট স্থগিত করল মাইক্রোসফট

windows rt -81মাইক্রোসফটের সদ্য মুক্তিপ্রাপ্ত ট্যাবলেট অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ আরটি ৮.১’ সংস্করণে ত্রুটি থাকায় এর আপডেট রিলিজ স্থগিত করা হয়েছে। সফটওয়্যারটি লঞ্চের মাত্র দুই দিনের মধ্যেই উইন্ডোজ স্টোর থেকে ওএসটি সরিয়ে (অফলাইনে) নিতে বাধ্য হল রেডমন্ড। ব্যবহারকারীরা উইন্ডোজ আরটির পূর্ববর্তী ভার্সন চালিত বিভিন্ন ডিভাইস (যেমন সার্ফেস আরটি)’র ফার্মওয়্যার আপগ্রেড করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে বেশ কয়েকটি রিপোর্ট এসেছে।

যদিও ভোক্তাদের সমস্যাগুলি উল্লেখ করেনি মাইক্রোসফট, তবে পত্রপত্রিকা থেকে জানা যায়, আরটি ৮.১ এ আপগ্রেড করতে গিয়ে তাদের মেশিনের বুট ডেটা করাপ্টেড/ডিলিট হয়ে গেছে।

এমতাবস্থায় আক্রান্ত ডিভাইসটিকে চালু করার একমাত্র উপায় হচ্ছে রিকভারি ড্রাইভের সাহায্যে রিপেয়ার করা।

কবে নাগাদ উইন্ডোজ আরটি ৮.১ আপডেট পুনরায় অনলাইনে ফিরে আসবে সে ব্যাপারে কোন তথ্য দেয়নি রেডমন্ড। শুধু লিখেছে, আপডেট খবর এলে তা জানানো হবে।

এদিকে শুধুমাত্র উইন্ডোজ আরটি ৮.১ আপডেটের সাথে উক্ত সমস্যা সম্পর্কিত বলে মনে হলেও কোন কোন প্রতিবেদনে উইন্ডোজ ৮ থেকে ৮.১ আপডেটের ক্ষেত্রেও এরর মেসেজ আসছে বলে জানা যায়।

আপডেট ২২-১০-২০১৩: প্রায় ৪৮ ঘন্টা অফলাইনে থাকার পর উইন্ডোজ আরটি ৮.১ আপডেট ২২ অক্টোবর থেকে পুনরায় অনলাইনে ফিরে এসেছে। সফটওয়্যারে ত্রুটি থাকায় আপডেটটি সরিয়ে নিয়েছিল মাইক্রোসফট। কোম্পানিটি এক টুইট বার্তায় বলেছে “Windows RT 8.1 update available again for free in Windows Store. Go update your Windows RT and Surface RT devices now!”

— 6:08 PM – 22 Oct 2013

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *