আসছে স্যামসাং গ্যালাক্সি নোট ৪

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং এক গ্লোবাল ইভেন্টে গ্যালাক্সি নোট ৪ তৈরির ঘোষণা দিয়েছে। কোম্পানিটির লেটেস্ট এই ফ্ল্যাগশিপ ফ্যাবলেটে থাকছে ৫.৭ ইঞ্চি কোয়াড এইচডি সুপার এমোলেড স্ক্রিন এবং আরও অনেক কিছু।

গ্যালাক্সি নোটের পূর্ববর্তী সংস্করণের মত একই সাইজের স্ক্রিন নিয়ে এলেও সর্বশেষ এই ফ্যাবলেটে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৮এক্স ডিজিটাল জুম সহ ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, সেলফি তোলার সুবিধার্থে ৩.৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কোয়াড/অক্টাকোর প্রসেসর, ৩জিবি র‍্যাম, ৩২জিবি স্টোরেজ, মাইক্রোএসডি কার্ড স্লট, ওয়াইড এঙ্গেল প্যানোরামা ফিচার, এস পেন সাপোর্ট প্রভৃতি।

গ্যালাক্সি নোট ৪ এ থাকছে এন্ড্রয়েড ৪.৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম। এতে ইউএসবি ২.০ সাপোর্ট দেয়া হয়েছে। অবশ্য গ্যালাক্সি নোট ৩ ডিভাইসটিতে ইউএসবি ৩.০ সাপোর্ট ছিল। নোট ৪’এ ‘র‍্যাপিড চার্জ’ মুড থাকায় মাত্র আধ ঘন্টায় এর ব্যাটারি শূন্য থেকে ৫০% পর্যন্ত রিচার্জ হতে পারবে।

খুব শীঘ্রই বাজারে আসবে স্যামসাং গ্যালাক্সি নোট ৪; তবে সঠিক দিনক্ষণ ও মূল্য জানতে চাইলে আমাদের আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। আশা করি সাথেই থাকবেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,569 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *