লিক হয়েছে নকিয়া লুমিয়া ১৫২০ ‘ব্যানডিট’ স্মার্টফোন!

নকিয়া লুমিয়া সিরিজের সাম্প্রতিক সময়ে গুজবরত ‘ব্যানডিট’ কোডনেমযুক্ত উইন্ডোজ স্মার্টফোনের ছবি লিক হয়েছে। ডাব্লিউপি সেন্ট্রাল সাইটে ১০৮০ রেস্যুলেশন বিশিষ্ট ৬ ইঞ্চি স্ক্রিন সাইজের এই ‘ফ্যাবলেট’ আকারের ডিভাইসের ছবি দেখা গেছে।

চলতি মাসের প্রথম দিকে নকিয়ার নতুন এই হ্যান্ডসেটের তথ্য ফাঁস হয়। তখন কেবলমাত্র এর সামনের দিকের স্ক্রিন কভারের ছবি পাওয়া গিয়েছে।

উইন্ডোজ ফোন সেন্ট্রাল ওয়েবসাইটের গুজবের নির্ভরযোগ্যতা পরিমাপকারী মানদণ্ড “রিউমর’ও’মিটার” অনুযায়ী সর্বশেষ প্রাপ্ত এই ছবিটি সঠিক হওয়ার সম্ভাবনা ৮/১০, যা এর বিশুদ্ধতা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেয়।

নকিয়া লুমিয়া ১৫২০ এ কোয়ালকম স্ন্যাপড্রাগন কোয়াডকোর প্রসেসর, পলিকার্বনেট বডি, ৬ ইঞ্চি ফুল এইচডি ১০৮০পি স্ক্রিন, ওয়্যারলেস চার্জিং ফিচার, ২০ মেগাপিক্সেল পিওরভিউ ক্যামেরা প্রভৃতি থাকবে বলে জানা যায়।

দি ভার্জ, ডাব্লিউপি সেন্ট্রাল এবং ইভলিকস সহ আরও বেশ কিছু সূত্র বলছে নকিয়া ব্যানডিটই হবে লুমিয়া ১৫২০ স্মার্টফোন, যা এবছর নভেম্বর নাগাদ বাজারে আসবে। এছাড়া সেপ্টেম্বরের শেষদিকে নিউ ইয়র্কে আয়োজিতব্য এক ইভেন্টে উইন্ডোজ আরটি ওএস চালিত ১০ ইঞ্চি স্ক্রিনের লুমিয়া “সিরিয়াস” ট্যাবলেট লঞ্চ করার খবর পাওয়া যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *