‘গ্যালাক্সি গিয়ার’ স্মার্টওয়াচ তৈরির খবর নিশ্চিত করল স্যামসাং!

samsung dfdf

কোরিয়া টাইমস সংবাদপত্রের নিকট দেয়া সাক্ষাৎকারে একজন স্যামসাং এক্সিকিউটিভ কোম্পানিটির বহুল আলোচিত এবং গুজবরত ‘গ্যালাক্সি গিয়ার’ ব্র্যান্ডের স্মার্টওয়াচ তৈরির ব্যাপারটি নিশ্চিত করেছেন। আগামী সপ্তাহে, ৪ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিতব্য এক বিশেষ ইভেন্টে গ্যালাক্সি গিয়ার সহ একাধিক নতুন পণ্য সম্পর্কে ঘোষণা আসবে।

স্যামসাং মোবাইল ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট লি ইয়াং-হি এসব তথ্য প্রদান করেছেন। লি বলেছেন, ঐদিন স্যামসাং একটি “পরিধানযোগ্য কনসেপ্ট ডিভাইস” বাজারে আনার ঘোষণা দেবে।

এটি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এবং অনমনীয় সাধারণ ডিসপ্লে বিশিষ্ট হবে।তবে “কনসেপ্ট ডিভাইস” শব্দগুচ্ছ উল্লেখ করার ফলে কেউ কেউ গ্যালাক্সি গিয়ারের আন্তর্জাতিক বাজারে আসার সম্ভাবনা নিয়ে কিঞ্চিৎ সন্দেহ প্রকাশ করেছেন।

একই ইন্টারভিউতে লি গ্যালাক্সি নোট থ্রি,  আসার বিষয়টিও নিশ্চিত করেছেন। সবশেষে তিনি কানাডিয়ান স্মার্টফোন কোম্পানি ব্ল্যাকবেরি কিনে নেয়ার গুজবকে নাকোচ করে দিয়েছেন।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *