তৃতীয়বারের মত পিছিয়ে গেল থ্রিজি নিলামঃ নতুন তারিখ ৮ সেপ্টেম্বর

শেষ পর্যন্ত তৃতীয়বারের মত পিছিয়ে গেল থ্রিজি নিলামের তারিখ। মোবাইল অপারেটরদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনার প্রেক্ষিতে তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক (থ্রিজি) লাইসেন্স নিলাম অনুষ্ঠানের নতুন এবং চূড়ান্ত তারিখ হিসেবে ৮ সেপ্টেম্বরকেই নির্ধারিত করেছে বিটিআরসি।

চলুন দেখি নতুন সময়সূচি অনুযায়ী থ্রিজি বিষয়ে কোনদিন কী হচ্ছেঃ

  • > নিলামে অংশগ্রহণ আবেদনের শেষ তারিখ ১২ আগস্ট ২০১৩
  • > নিলামের জন্য যোগ্য অপারেটরদের প্রাথমিক তালিকা প্রকাশ ১৮ আগস্ট
  • > কোম্পানিগুলোর সাথে নিলাম প্রক্রিয়া নিয়ে বিটিআরসির বৈঠক ১৯ আগস্ট
  • > বিড আর্নেস্ট মানি জমা দেয়ার ডেডলাইন ২৬ আগস্ট
  • > নিলামের জন্য যোগ্য অপারেটরদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১ সেটেম্বর
  • > সবশেষে নিলাম অনুষ্ঠান এবং নির্বাচিত অপারেটরদের তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর।

আগেই জানেন, থ্রিজিতে প্রতি মেগাহার্টজ তরঙ্গের মূল্য ২ কোটি মার্কিন ডলার এবং টেলিটক সহ মোট ৫টি অপারেটরকে ১৫ বছরের জন্য লাইসেন্স দেয়া হবে। এ

র আগে (প্রথমবার) নিলাম অনুষ্ঠানের জন্য ২৪ জুন তারিখ নির্ধারণ করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেই তারিখ পুননির্ধারণ করে নেয়া হয় ৩১ জুলাই। এরপর নতুনভাবে আরেক দফা থ্রিজি নিলাম তারিখ ঘোষণা করা হয় ২ সেপ্টেম্বর। আর এখন তা আবারও ৭ দিন পিছিয়ে নেয়া হল।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *