Advertisements

এই হচ্ছে করটানা’র এন্ড্রয়েড ভার্সন (Leaked)

By -

cortana on android

গত মে মাসে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ করটানা রিলিজ করার ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। তখন সবাই আশা করছিল যে জুলাইয়ের ২৯ তারিখ উইন্ডোজ ১০ এর সাথে সাথে করটানার এন্ড্রয়েড সংস্করণও মুক্তি পাবে। কিন্তু এরই মধ্যে এন্ড্রয়েডের জন্য নির্মিত করটানা’র বেটা ভার্সন লিক হয়েছে অনলাইনে।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 1,181 other subscribers

cortana on android2

ফিনল্যান্ডের মোবাইল বিষয়ক ওয়েবসাইট ‘সুওমিমোবিলি’ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। সেখান থেকে প্রাপ্ত অ্যাপ্লিকেশনটি করটানার বেশ কিছু ফিচার সমৃদ্ধ হলেও এখনও তাতে ‘হাই করটানা’ কমান্ড যুক্ত হয়নি। তবে এই পরীক্ষামূলক ভার্সনে করটানার সাথে ভয়েস কমান্ডের মাধ্যমে ফোন কল করা, ইন্টারনেটে তথ্য খোঁজা প্রভৃতি সম্পন্ন করা যাচ্ছে।

শুধুমাত্র এন্ড্রয়েডের জন্যই নয়- আইওএস এর জন্যও চলতি বছরই করটানা প্রকাশ করবে মাইক্রোসফট।

প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট। নতুন পোস্টের নোটিফিকেশন ইমেইলে পেতে এই লিংকে গিয়ে ফ্রি সাবস্ক্রাইব করুন!

 
Advertisements

Comments

Leave a Reply