সেমিফাইনালের ভবিষ্যদ্বাণীতেও শতভাগ সফল মাইক্রোসফটের করটানা!

ব্রাজিলে চলমান বিশ্বকাপ ফুটবল ২০১৪ আসরের এলিমিনেশন রাউন্ডের আটটি ম্যাচ এবং কোয়ার্টার-ফাইনালের চারটি ম্যাচেরই সঠিক ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিয়েছে মাইক্রোসফটের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার করটানা। কোয়ার্টার ফাইনাল পর্ব শুরুর আগেই আমাদের অন্য একটি পোস্ট থেকে নিশ্চয়ই জেনেছেন, করটানা বলেছিল সেমিফাইনালে যাবে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। খেলা শেষে সেই ফলাফল মিলে যাওয়ায় গত ফুটবল বিশ্বকাপ আসরের ‘গণক’ অক্টোপাস পল’কে ছাড়িয়ে গেল করটানা।

এরপর সেমিফাইনাল রাউন্ডেরও ভবিষ্যদ্বাণী দিয়েছিল করটানা। সবাইকে অবাক করে দিয়ে মাইক্রোসফটের এই সফটওয়্যারটি এবারও শতভাগ নির্ভুল ‘গণনা’ উপহার দিল। করটানা বলেছিল সেমিফাইনাল থেকে জয়ী হয়ে ফাইনাল রাউন্ডে যাবে জার্মানি ও আর্জেন্টিনা। ঠিক তাই হল! এখন পর্যন্ত ১৪টি ম্যাচের ১৪’টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়ে করটানার সাফল্যের হার এখনও শতভাগ!

করটানা কোনও দৈবচয়ন কিংবা লটারির মত কাজ করেনা। বরং, এটি অংশগ্রহণকারী বিভিন্ন দলের অতীত পারফরমেন্স, টিম লাইনআপ, মাঠ, আবহাওয়া প্রভ্রৃতি বিষয় বিচার বিশ্লেষণ করে সম্ভাব্য বিজয়ী দলের নাম তুলে আনে।

আপডেটঃ ফাইনাল ম্যাচেরও ভবিষ্যদ্বাণী দিয়েছে করটানা। সেই ভবিষ্যদ্বাণী জানতে আমাদের এই পোস্টটি পড়ুন!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *