বুকমার্ক (Bookmark)

bookmarkবুকমার্ক হচ্ছে একটি শর্টকাট যার মাধ্যমে কোনো নির্দিষ্ট ওয়েবসাইট এড্রেসে ভিজিট করা যায়। বুকমার্কগুলো ওয়েব ব্রাউজারে সংরক্ষণ করা থাকে। কোনো ওয়েবসাইটে ভিজিট করার সময় ব্রাউজারে বুকমার্ক করে রাখার অপশন পাওয়া যায়। গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্রাউজারের উপরের দিকে এড্রেস বারের ডান কোণায় একটি তারকা চিহ্ন দেখা যায় যাতে ক্লিক করলে ভিজিটরত সাইটের পেইজটি বুকমার্ক হিসেবে সংরক্ষিত হয়। ব্রাউজারের এড্রেস বারের নিচে সেইভকৃত বুকমার্ক প্রদর্শিত হয়। একে ‘বুকমার্ক বার বলা’ হয়।

বুকমার্ক হচ্ছে অনেকটা মোবাইল ফোনের ফোনবুকে নাম্বার সেইভ করে রাখার মত। বিভিন্নজনের ফোন নম্বর যেমন মনে রেখে ডায়াল করা কঠিন, তেমনি অনেকগুলো ওয়েবসাইট ইউআরএল (এড্রেস) বার বার টাইপ করে ভিজিট করাও ঝামেলার কাজ। এজন্যই বুকমার্ক আকারে সাইটের নামসহ এড্রেস সংরক্ষণ করে রাখলে ব্রাউজিং আরও সহজ ও সুবিধাজনক হয়।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,580 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *