বৈদ্যুতিক শকের ঝুঁকি থাকায় লুমিয়া ২৫২০ বিক্রি বন্ধ করল নকিয়া

নকিয়ার লুমিয়া ২৫২০ ট্যাবলেট চার্জারে ত্রুটি থাকায় তা থেকে ব্যবহারকারীরা বৈদ্যুতিক শকে আক্রান্ত হতে পারেন এমন ঝুঁকি দেখা দেয়ায় নির্দিষ্ট কিছু দেশে ট্যাবলেট ডিভাইসটির বিক্রি আপাতত বন্ধ ঘোষণা করেছে কোম্পানিটি। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, রাশিয়া এবং সুইজারল্যান্ডের ক্ষেত্রে এই ঘোষণা প্রযোজ্য হবে। বর্তমানে ৩০ হাজারের বেশি গ্রাহক উক্ত সমস্যার শিকার হতে পারেন বলে আশংকা করা হচ্ছে।

এসি-৩০০ মডেলের এই চার্জারগুলো শুধুমাত্র লুমিয়া ২৫২০ ট্যাবলেটের জন্যই তৈরি হয়েছে যার প্লাস্টিক কভার উন্মুক্ত হয়ে চার্জিংয়ের সময় ইলেকট্রিক শকের সম্ভাবনা সৃষ্টি করে।

তবে এজন্য এখনও পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে নকিয়া। আর নিরাপত্তার খাতিরে এসি-৩০০ চার্জার ব্যবহার বন্ধ করার পরামর্শ দিয়েছে কোম্পানিটি। কিন্তু কবে নাগাদ নতুন চার্জার পাওয়া যাবে সে ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেনি নকিয়া। এ সঙ্ক্রান্ত সকল অফিসিয়াল আপডেট দেয়া হবে এই লিংকে http://www.nokia.com/2520-charger

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *