উইন্ডোজ ৮.১ ভার্সনে থাকবে “বুট টু ডেস্কটপ” অপশন

windows 8.1মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পরবর্তী ভার্সন ৮.১ এ কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে স্টার্ট স্ক্রিন প্রদর্শিত না হয়ে সরাসরি ডেস্কটপে চলে যাওয়ার অপশন থাকবে। প্রযুক্তি সাইট দি ভার্জ রেডমন্ডের পরিকল্পনার সাথে পরিচিত এমন কিছু সূত্রের রেফারেন্স দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।

উইন্ডোজ ব্লু” কোডনেম বিশিষ্ট উক্ত আপগ্রেড বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে, যা কয়েক মাসের মধ্যেই উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত উইন্ডোজ ৮.১ ভার্সনে “বুট টু ডেস্কটপ” অপশনটি বাই ডিফল্ট অফ থাকলেও ব্যবহারকারী চাইলে এটি সক্রিয় করে নিতে পারবেন।

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য বিশেষ কৌশল নিচ্ছে মাইক্রোসফট

উইন্ডোজ এইট বাজারে আসার পর অনেকেই এর ডিফল্ট স্টার্ট স্ক্রিনের প্রতি বিরক্ত ছিলেন। অথচ এটি বন্ধ করারও কোন অফিসিয়াল উপায় দেয়া হচ্ছিল না। তবে বুট টু ডেস্কটপ মুড চালু থাকলেও ওএসটির নতুন চার্ম মেন্যু আগের মতই কাজ করবে।

উইন্ডোজ ব্লু (৮.১) এর সাম্প্রতিক লিক হওয়া ভার্সন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সময় মাই ডিজিটাল লাইফ ফোরামের সদস্যরা সফটওয়্যারটির রেজিস্ট্রি সেটিংসে “ক্যান সাপ্রেস স্টার্ট স্ক্রিন” অপশন আবিষ্কার করেছেন। কিন্তু লিক হওয়া ঐ বিল্ডে ফিচারটির কোন ইউআই ভার্সন পাওয়া যায়নি।

উইন্ডোজ ৮ এ পূর্বেকার অপারেটিং সিস্টেম থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে মাইক্রোসফট। এর কিছু কিছু প্রশংসিত হলেও কয়েকটি নিয়ে সমালোচনার মুখে পরে রেডমন্ড। এর মধ্যে বাধ্যতামূলক স্টার্ট স্ক্রিন বুট অপশন, সিক্যুর বুট ফিচার, প্রচলিত স্টার্ট মেন্যু ও স্টার্ট বাটন বিলুপ্তি প্রভৃতি অন্যতম। তবে এমতাবস্থায়ও এতে উইন্ডোজ এক্সপি বা সেভেনের মত স্টার্ট মেন্যুর পুনর্জন্মের সম্ভাবনা খুব কম। মূলত সাধারণ ডেস্কটপ ব্যবহারকারীদের আরেকটু সুবিধাজনক কম্পিউটিং অভিজ্ঞতা দেয়ার জন্যই বুট টু ডেস্কটপ অপশন আসবে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,581 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *