১ বছর ফ্রি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অফার দিচ্ছে বাংলালিংক

নতুন সিমে ফ্রি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও আরো বেশ কিছু চমকপ্রদ অফার দিচ্ছে বাংলালিংক। নতুন বাংলালিংক সিমের সাথে আসছে পুরো ১ বছরের জন্য ফ্রি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো ব্যবহারের সুযোগ। নতুন সংযোগ নিয়েই রিচার্জ করতে হবে ৪৪ টাকা অথবা ৪৮ টাকা। তাহলেই ফ্রি সোশ্যাল নেটওয়ার্কের সাথে পাবেন আরো দারুণ সব অফার। শর্তাবলী নিচে দেখুন।

নতুন সংযোগে ৪৪ টাকা রিচার্জে উপভোগ করুন সর্বোচ্চ ৩ জিবি ইন্টারনেট, ১ বছরের জন্য ফ্রি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ৪৪ মিনিট ও ৫০টি এসএমএস

  • বাংলালিংক –এর যে সকল প্রিপেইড গ্রাহক ১১ এপ্রিল, ২০১৭ বা এর পর নতুন সংযোগ ব্যবহার শুরু করবেন তাদের জন্য অফারটি প্রযোজ্য
  • প্রথমবার ৳৪৪ রিচার্জ করলে স্পেশাল ট্যারিফে যেকোন অপারেটরে ১ পয়সা/সেকন্ড পালস উপভোগ করতে পারবেন। স্পেশাল ট্যারিফের মেয়াদ ৩০ দিন। মেয়াদ শেষ হবার পর বেইজ ট্যারিফ প্রযোজ্য হবে।
  • আপনি প্রথমবার ৳৪৪ রিচার্জে ১ বছরের জন্য ফ্রি facebook, whatsapp, imo উপভোগ করতে পারবেন (প্রতিদিন সর্বোচ্চ 20 mb)। সেই সাথে ৪৪ মিনিট (যেকোন অপারেটরে) এবং 1 gb ফ্রি ইন্টারনেটে ১৫ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন। ৫০টি এসএমএস পাবেন ৭ দিন মেয়াদে
  • পরবর্তী মাসে ঠিক ৳১৯ রিচার্জে 1 gb ইন্টারনেট ৭ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন
  • এই সব অফার উপভোগ করতে অবশ্যই পূর্ববর্তী মাসে সর্বনিম্ন ৳৭৫ ব্যবহার করতে হবে
  • এই বোনাস পেতে মেইন অ্যাকাউন্টে ভয়েস কল বা এসএমএস –এর ব্যবহার থাকতে হবে। প্রতি মাসে রিচার্জের পর যেকোন সময় এই ব্যবহার থাকতে হবে
  • স্পেশাল অফারে 1 gb ইন্টারনেট সর্বোচ্চ ২ বার ক্রয় করা যাবে। এই ইন্টারনেট প্যাক ৩০ দিনে একবার ক্রয় করা যাবে
  • বোনাস মিনিট ব্যবহারে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে না
  • বোনাস মিনিট, এসএমএস এবং ইন্টারনেট চেক করতে ডায়াল *124*24#
  • সোশ্যাল মিডিয়া ব্যালেন্স চেক করতে ডায়াল *124*49#
  • নতুন গ্রাহকরা *166*32# ডায়াল করে অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে পারবেন
  • ডি-রেজিস্ট্রেশনের পর আপনি পূর্বের ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন
  • নতুন গ্রাহকদের প্যাকেজ ট্রান্সফারের ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ ডি-অ্যাক্টিভেট হবে

নতুন সংযোগে প্রথমবার ৳৪৮ রিচার্জে উপভোগ করুন সর্বোচ্চ ২০০ মিনিট, ১ বছরের জন্য ফ্রি facebook, whatsapp, imo, 200 mb ও ৫০টি এসএমএস

  • বাংলালিংক -এর যে সকল প্রিপেইড গ্রাহক ১১ এপ্রিল, ২০১৭ বা এর পর নতুন সংযোগ ব্যবহার শুরু করবেন তাদের জন্য অফারটি প্রযোজ্য
  • প্রথমবার ৳৪৮ রিচার্জের পর আপনি ১ বছরের জন্য ফ্রি facebook, whatsapp, imo উপভোগ করতে পারবেন (প্রতিদিন সর্বোচ্চ 20 mb)। সেই সাথে ৫০ মিনিট (যেকোন অপারেটরে) এবং 200 mb ফ্রি ইন্টারনেট ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পাবেন। ৫০টি এসএমএস পাবেন ৭ দিন মেয়াদে।
  • প্রথমবার ৳৪৮ রিচার্জ করলে স্পেশাল ট্যারিফ আধা পয়সা/সেকন্ড (বাংলালিংক-বাংলালিংক) এবং অন্য অপারেটরে ১ পয়সা/সেকন্ড কলরেট উপভোগ করতে পারবেন, স্পেশাল ট্যারিফের মেয়াদ ৩০ দিন। মেয়াদ শেষ হবার পর বেইজ ট্যারিফ প্রযোজ্য হবে
  • পরবর্তী মাসে ৫০ বোনাস মিনিট (যেকোন অপারেটরে) ৭ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন
  • এই বোনাসটি পেতে হলে আপনার মূল অ্যাকাউন্টে ভয়েস কল বা এসএমএস –এর ব্যবহার থাকতে হবে। প্রথম মাসে রিচার্জের পর যেকোন সময় এই ব্যবহার থাকতে হবে।
  • ৫০ মিনিট করে বোনাস সর্বোচ্চ ৩ মাসে উপভোগ করা যাবে, প্রতি মাসে একবার।
  • এই সব অফার উপভোগ করতে অবশ্যই পূর্ববর্তী মাসে সর্বনিম্ন ৳৭৫ ব্যবহার করতে হবে
  • বোনাস মিনিট ব্যবহারে স্পেশাল ট্যারিফ প্রযোজ্য হবে না
  • বোনাস মিনিট, এসএমএস এবং ইন্টারনেট চেক করতে ডায়াল *124*24#
  • সোশ্যাল মিডিয়া ব্যালেন্স চেক করতে ডায়াল *124*49#
  • নতুন গ্রাহকরা *166*345# ডায়াল করে অফারটি আন-সাবস্ক্রাইব করতে পারবেন।
  • ডি-রেজিস্ট্রেশনের পর আপনি আপনার পূর্বের ট্যারিফ প্ল্যানে ফিরে যাবেন।
  • নতুন গ্রাহকরা প্যাকেজ ট্রান্সফারের ক্ষেত্রে স্পেশাল ট্যারিফ ডিঅ্যাক্টিভেট হবে।

নতুন প্রিপেইড সংযোগে নিম্নের সুবিধাসমূহ উপভোগ করুন

  • ৳৫ প্রিলোডেড ব্যালেন্স বাংলালিংক সার্ভিসে যেকোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, মেয়াদ ১৫ দিন
  • মেয়াদ চলাকালীন যেকোন পরিমাণ রিচার্জে আজীবন মেয়াদ
  • 50 mb বোনাস ইন্টারনেট, বোনাস প্রাপ্তির দিন থেকে মেয়াদ ৩ দিন
  • আপনার অব্যবহৃত ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *124*5#
  • বাংলালিংক নাম্বারে ৫০টি ফ্রি এসএমএস ব্যবহার করতে পারবেন, মেয়াদ ১০ দিন
  • বোনাস এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল *124*4#
  • আমার টিউন -এ ৩০ দিনের জন্য বাংলালিংক টিউন একদম ফ্রি
  • প্রথম আউটগোয়িং কলের ৬ দিন পর আমার টিউন সার্ভিস কার্যকর হবে। ১ মাস পর আমার টিউন সার্ভিস বন্ধ হয়ে যাবে।
  • আমার টিউন সার্ভিস চালু রাখতে start লিখে 2222 নাম্বারে sms করতে হবে।
  • যেকোন নাম্বারে ২৪ ঘণ্টা ২০.৮৩ পয়সা/১০ সেকন্ড কলরেট

কেমন হলো বাংলালিংক এর এই চমকপ্রদ অফার?

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *