যে কারণে আইফোনের চেয়ে এগিয়ে স্যামসাং গ্যালাক্সি এস৮

এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের সাথে অ্যাপল আইফোনের লড়াই বহুকাল আগে থেকেই চলে আসছে। স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে আইফোনের হাড্ডাহাড্ডি লড়াই চোখে পড়ার মত। এজন্যই গ্যালাক্সি এস সিরিজের ফোনের সাথে সব সময়ই আইফোনের তুলনা করেন সবাই। স্যামসাংয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৮ এমন সব ফিচারে পরিপূর্ণ যা আপনি আইফোনে পাবেননা। চলুন দেখে নেই এমন দশটি ফিচার।

১। স্যামসাং গ্যালাক্সি এস৮ ফোনে ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি রয়েছে আইরিস স্ক্যানার, যা ফোন আনলক করতে, এমনকি সুরক্ষিত ফোল্ডার খুলতে ব্যবহার করা যেতে পারে। স্যামসাং বলছে, এই আইরিস স্ক্যানার ফিঙ্গারপ্রিন্টের চেয়েও সুরক্ষিত। অপরদিকে আইফোনে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

২। স্যামসাং গ্যালাক্সি এস৮ ফোনে আরও আছে ফেস রিকগনাইজেশন। অর্থাৎ সেলফি তুলে ফোন আনলক করা যাবে। এটা ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানারের থেকে দ্রুততর হবে। আইফোনে এই সুবিধা নেই।

৩। বড় স্ক্রিন! স্যামসাং গ্যালাক্সি এস৮ ফোনে ৫.৮ ইঞ্চি এবং এস ৮+ ফোনে ৬.২ ইঞ্চি ডিসপ্লে আছে। আইফোনের সাথে তুলনা করলে, আইফোন ৭ এ ৪.৭ ইঞ্চি এবং ৭+ এ ৫.৫ ইঞ্চি ডিসপ্লে আছে।

৪। আপনি স্যামসাং গ্যালাক্সি এস৮ ফোনে তারবিহীন চার্জিং প্যাডের সাহায্যে চার্জ দিতে পারবেন। এছাড়া এতে স্বাভাবিকের চেয়ে দ্রুত চার্জিং ফিচার আছে। অপরদিকে আইফোনে তারবিহীন চার্জিং তো নেইই, দ্রুত চার্জিং (ফাস্ট চার্জিং) এর অপশনও নেই।

৫। স্যামসাং গ্যালাক্সি এস৮ ফোনে আপনি স্ট্যান্ডার্ড হেডফোন ব্যবহার করতে পারবেন কারণ এতে হেডফোন জ্যাক রয়েছে। কিন্তু অ্যাপল, তাদের আইফোন ৭ থেকে স্ট্যান্ডার্ড হেডফোন জ্যাক সরিয়ে নিয়েছে। সাধারণ হেডফোন ব্যবহার করতে চাইলে আপনাকে কনভার্টার ব্যবহার করতে হবে। অথবা ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে হবে।

৬। স্যামসাং পে’র মাধ্যমে আপনি স্ট্যান্ডার্ড ম্যাগনেটিক ক্রেডিট কার্ড এর সাহায্যে পেমেন্ট করতে পারেন। এটা পুরনো কিছু স্যামসাং ফোনের মতো এস৮ এও কাজ করে। আপনার এজন্য কোন NFC প্যাড লাগবেনা যেটা আইফোনে দরকার হয়।

৭। স্যামসাং গ্যালাক্সি এস৮ তাদের নিজস্ব ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার নিয়ে এসেছে যা ফেসবুক অকুলাস দ্বারা পরিচালিত। আপনি যদি ২১শে এপ্রিলের আগে এস৮ প্রিঅর্ডার করেন তবে একটি গিয়ার ভিআর হেডসেট ফ্রি পাবেন। আইফোন কিছু কিছু ভিআর হেডসেট যেমন গুগল কার্ডবোর্ড এর সাথে কাজ করে, কিন্তু ন্যাটিভলি ভিআর সমর্থন করেনা।

৮। স্যামসাং গ্যালাক্সি এস৮ ফোনের পিছনে হৃদকম্পন সেন্সর রয়েছে। এর দ্বারা আপনি যেকোনো সময় আপনার হার্টবিট রেট পরীক্ষা করতে পারেন। কিন্তু আইফোনে এমন সুবিধা পেতে হলে আপনাকে অ্যাপল ওয়াচ বা এমন কোনো পণ্য ক্রয় করতে হবে।

৯। বিশেষ ডকের সাহায্যে স্যামসাং গ্যালাক্সি এস৮ ফোনে কিবোর্ড, মনিটর, মাউস সংযুক্ত করে একে একটি স্বাভাবিক ডেস্কটপ কম্পিউটার হিসেবে চালাতে পারবেন। আপনি আইফোন স্ক্রিন অন্য মনিটরে মিরর করতে পারেন, কিন্তু এভাবে ডেস্কটপ বানাতে পারেন না।

১০। স্যামসাং ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ বিক্সবির রয়েছে স্মার্ট ক্যামেরা ফিচার। আপনি কোনো বস্তুর ছবি তুলে বিক্সবির কাছ থেকে সংশ্লিষ্ট তথ্য পেতে পারেন, যেমন বস্তুটি কী, সেটি কোনো পণ্য হলে তার ক্রয়মূল্য, প্রাপ্তিস্থান প্রভৃতি। আইফোনের অ্যাসিস্ট্যান্ট সিরির এরকম স্মার্ট ক্যামেরা ফিচার নেই।

এখানে বর্তমানে গ্যালাক্সি এস৮ এবং আইফোনের উপলভ্য ফিচারের তুলনা করা হয়েছে। আপনার মতামত কমেন্টে জানানোর আমন্ত্রণ রইল!

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *