থ্রিডি আইফোন ডিজাইনের পেটেন্ট পেল অ্যাপল

apple new 3d device design patentযুক্তরাষ্ট্রের পেটেন্ট কর্তৃপক্ষ সম্প্রতি অ্যাপলকে নতুন একটি “কনস্যুমার ইলেকট্রনিকস পণ্য” (আইফোন) ডিজাইনের মেধাস্বত্ব প্রদান করেছে যা স্মার্টফোনটির পরবর্তী ভার্সনকে ত্রিমাত্রিক দৃশ্যায়নক্ষম করে তুলতে পারে। উক্ত নকশা অনুযায়ী, ডিভাইসটিতে এমোলেড ডিসপ্লে থাকবে যা কোন বিশেষ থ্রিডি চশমা ছাড়াই একসঙ্গে বহুজনকে থ্রিডি বিনোদন দিতে সক্ষম হবে।

পেটেন্ট ফাইলিংয়ে উল্লেখিত ঐ কনস্যুমার ইলেকট্রনিকস পণ্যে কোন “কি” থাকবে না। অর্থাৎ, বর্তমান আইফোনের মত এতে কোন হোম, ভলিয়ম বা হোল্ড বাটন দেখা যাবে না, বরং নতুন সফটওয়্যারের মাধ্যমে স্ক্রিনের টাচ জেশ্চার ব্যবহার করেই এদের কাজ সেরে নেয়া যাবে।

এক্ষেত্রে ইউএস পেটেন্ট অফিস কর্তৃক প্রকাশিত এক ডকুমেন্টে উল্লেখ আছে, ডিভাইসের বাম পাশে ভলিয়ম চিহ্নের ওপর আঙুল রেখে এর অবস্থান পরিবর্তনের মাধ্যমে শব্দ কমানো-বাড়ানো সম্ভব হবে।

হোল্ড বাটন বাদ দিয়ে হ্যান্ডসেটটি লক-আনলক করার জন্যও এর কোন এক পাশে নতুন মাল্টি টাচ জেশ্চার ব্যবহৃত হবে। দর্শকের চোখের অবস্থান নির্দেশ করতে এতে থাকবে রিয়েল টাইম ট্রাকিং বৈশিষ্ট্য যা পরিষ্কার ও বাস্তব অভিজ্ঞতাযুক্ত ছবি দেখাবে। এছাড়া ব্যবহারকারীদের বীক্ষণ কোণের সাথে সমন্বয় করেও দৃশ্যায়ন চালাতে পারবে এই হ্যান্ডসেট।

আইফোন সদৃশ পেটেন্টকৃত ঐ ডিভাইসটি “ফ্লেক্সিবল স্ক্রিন টেকনোলজি” নির্ভর হতে পারে যা বিগত কয়েক বছরে বেশ উন্নত হয়েছে। চলতি বছর সিইএস মেলায় অ্যাপলের প্রধান প্রতিদ্বন্দ্বী স্যামসাং বাঁকানো যায় এমন ডিসপ্লেযুক্ত স্মার্টফন প্রদর্শন করেছে এবং এগুলো ২০১৩’র মাঝামাঝি সময়ে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,573 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *