স্যামসাংয়ের জন্য খারাপ খবর

স্যামসাং ইলেকট্রনিক্স বলছে গত তিন মাসে তাদের লাভ ছিল ৪.৮৭ বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় অনেক কম। যদিও এই পরিমাণ মুনাফা অনেক কোম্পানির থেকেই বেশি, তবে সেটি স্যামসাংয়ের মত একটি কোম্পানির জন্য বেশ কম।

গ্যলাক্সি নোট ৪ এর বিক্রি ভাল হলেও গ্যালাক্সি এস৫ এর বিক্রি আশানুরূপ হয়নি। গত এক বছরে কোম্পানিটির মোট ফোন বিক্রি প্রায় ২১% কমে গেছে।

স্যামসাং বলছে, সামনের দিনগুলোতে চীন-ভারতের মত মার্কেটগুলোতে প্রতিযোগিতা করতে তারা নতুন ম্যাটেরিয়াল, ডিজাইন এবং ফিচার নিয়ে আসবে।

চীনা স্মার্টফোন কোম্পানি শাওমির সাফল্য স্যামসাংকে পিছনে ফেলেছে। অপরদিকে অ্যাপল এর রেকর্ড ব্রেকিং মুনাফাও স্যামসাংকে চিন্তায় ফেলেছে। শাওমির মত স্বল্পমুল্যের উচ্চ কনফিগারেশনের সেটগুলো স্যামসাংয়ের চাহিদা কমিয়ে দিয়েছে। তাই ব্যয়বহুল স্যামসাং এন্ড্রয়েড ফোনের জন্য ২০১৫ সাল একটি কঠিন বছর হতে যাচ্ছে।

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

Join 8,571 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *