মিউজিক ভিডিও দ্বন্দ্বের সম্মুখীন ইউটিউব

ইউটিউবের নতুন ঘোষিত মিউজিক কি সার্ভিস এর শর্ত মেনে নিবন্ধন না করলে সঙ্গীত শিল্পী জো কিটিং এর ইউটিউব চ্যানেল বন্ধের হুমকি দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। কিটিং একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। ইউটিউব তাকে সুন্দরভাবে শর্তগুলো বুঝিয়ে দিয়েছে এবং দ্রুত সেগুলো মানতে বলছে। অন্যথায় তার চ্যানেল বন্ধের কথাও দৃঢ় ভাবে জানিয়ে দিয়েছে ইউটিউব। এ ব্যাপারে ইউটিউবের সমালোচনা করেছেন জো কিটিং।

কিটিং এর চ্যানেলে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত  ১৯ টি ভিডিও এবং ৫২০০০০ ফ্যান আছে। ইউটিউবে ভিডিও আপলোড করে সেখানে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে অর্থ আয় করে থাকেন শিল্পীরা। ইউটিউব এর কনটেন্ট আইডি ব্যাবহার করে ভিডিও গুলো মাসে ২৫০০০০ বার দেখা হয়। কিন্তু যদি তার চ্যানেল বন্ধ হয়ে যায় তবে তিনি এই কনটেন্ট আইডি আর ব্যবহার করতে পারবেন না।

  • ইউটিউব কর্তৃক আরোপিত শর্তগুলো এরকমঃ
  • সকল গানের তালিকা ফ্রী এবং প্রিমিয়াম সার্ভিসে থাকবে
  • সকল মিউজিক ভিডিওতেই বিজ্ঞাপন প্রদর্শিত হবে
  • নতুন মুক্তিপ্রাপ্ত গানগুলো অন্যান্য সার্ভিসে রিলিজ দেয়ার সাথে সাথে ইউটিউবেও ছাড়তে হবে
  • সম্পূর্ণ তালিকা গুগলের নির্দেশনা মোতাবেক উচ্চ রেজ্যুলেসনে ছাড়তে হবে
  • এই চুক্তির মেয়াদ হবে ৫ বছর

📌 পোস্টটি শেয়ার করুন! 🔥

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join 8,572 other subscribers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *